মঙ্গবার, ০৩ িসেম্র ২০২৪, সময় : ১১:৩৫ pm
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আলোর বাংলা ফাউন্ডেশনের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণের লক্ষে নিম্নবর্ণিত পদসমূহে কিছু সংখ্যক পুরুষ/ মহিলা নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের নিকট হতে আগামী ১৫ দিনের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে-
(১) ফিল্ড অফিসার ৮ জন (এইচ.এস.সি, স্নাতক/ সমমান)। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
(২) কম্পিউটার অপারেটর ২ জন (এইচ.এস.সি, স্নাতক/ সমমান)। কম্পিউটার চালানোয় পারদর্শী হতে হবে।
(৩) অফিস সহকারি ২ জন (এস.এস.সি, এইচ.এস.সি/ সমমান)। (৪) আয়া ২ জন, (৮ম শ্রেণী/ এস.এস.সি)।
বিঃ দ্রঃ বছরে দুইটি ঈদ বোনাস ও প্রতিষ্ঠান কর্তৃক ঘোষিত অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
শর্তাবলী :- (১) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত:- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি ও সকল সনদের ফটোকপি। (২) মোটরসাইকেল/ সাইকেল চালনায় পারদর্শী হতে হবে। (৩) কোম্পানীর যে কোন শাখায় কাজ করার আগ্রহী হতে হবে।
যোগাযোগের ঠিকানা :-
ব্যবস্থাপনা পরিচালক,
আলোর বাংলা ফাউন্ডেশন,
প্রধান কার্যালয় : লাউপাড়া, বাগমারা, রাজশাহী।
মোবাইল নং: ০১৭৩৪-১৬৩০৫৯, ০১৭৭২-৮৬১০১০। সূত্র : [email protected]