সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:০৯ pm
শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক (চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে প্রাপ্ত চলতি ২০২০-২১ অর্থবছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মেধাবী অসহায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকাল ১০টায় পরিষদ কনফারেন্স রুমে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম, কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ, পল্লী উন্নয়ন অফিসার হারুন-অর-রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, ওসি সেলিম রেজা, মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান ও উপজেলা শিক্ষা অফিসার রোকসানা।
ইউএনও সাবিহা সুলতানা জানান, সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান ও মেধাবী অসহায় শিক্ষার্থীদের উন্নয়নের লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় প্রাক-প্রাথমিক লেভেল পঞ্চম শ্রেণীর ৫ জন ও মাধ্যমিক লেভেল ১৫ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ১টি করে বাইসাইকেল দেয়া হয়েছে।
এছাড়া শিক্ষাবৃত্তি হিসাবে প্রাক-প্রাথমিক পঞ্চম শ্রেণি লেভেল ২৫০ জন শিক্ষার্থীর মাঝে তিন মাসের একত্রে জনপ্রতি ৬০০ টাকা, মাধ্যমিক লেভেল ১৫০ জন শিক্ষার্থীর মাঝে তিন মাসের একত্রে জনপ্রতি ১৫০০ টাকা ও উচ্চ মাধ্যমিক লেভেল ৫২ জন শিক্ষার্থীর মাঝে তিন মাসের একত্রে জনপ্রতি ২৪০০ টাকা বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ হিসাবে প্রাক-প্রাথমিক লেভেল ২০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১টি করে প্যাকেজ (খাতা, জ্যামিতি বক্স, পেন্সিল, বল পয়েন্ট কলম, স্কুল ব্যাগ, হাত ধোয়া সাবান) এবং মাধ্যমিক লেভেল ৪০ জন শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।