রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:৩৫ am
আবু বাককার সুজন, বাগমারা :
রাজশাহীর বাগমারায় সন্ত্রাসিদের বিরুদ্ধে মামলা করায় জামিনে আসা আসামিরা বাদির বসতবাড়িতে হামলা চালিয়ে বাড়ির দরজা-জানালা ভাংচুর করেছে। মামলা তুলে না নিলে বাদি ও তার পরিবারের সদস্যদের আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে। ওই ঘটনায় বাদি ও তার পরিবারের লোকজন এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে মঙ্গলবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা গেছে, উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নের বিলশনি মৎস্যজীবী সমিতির সভাপতি মামনুর রশীদকে হত্যার উদ্দেশ্যে গত ১২ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বিলশনি মৎস্যজীবীপাড়া ব্রিজের নিকট এলাকার চিহ্নিত ১৬-১৭ জন সন্ত্রাসি অতর্কিত হামলা চালায়। হামলাকারিরা কুপিয়ে মামনুর রশিদের হাতের কনিষ্ট আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করে দেয়।
এছাড়া জিআই পাইপ, লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদন্ড, হাতের কব্জি ও হাটুর নিচে ভেঙ্গে পঙ্গু করে দেয় এবং শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই ঘটনায় সন্ত্রাসি আকবর আলী, মোজাম্মেল হক ও জামালসহ ১৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
বৃহস্পতিবার কয়েকজন আসামি আদালত থেকে জামিন পাওয়ার পর বাদির বসতবাড়িতে হামলা চালায় এবং মামলা তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে হুমকি দেয়। মামলা তুলে না নিলে বাদি ও তার পরিবারের লোকজনকে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়। থানার ওসি আমিনুল ইসলাম এই ঘটনায় জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাদি ও তার পরিবারের লোকজনের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। রা/অ