সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৫৪ pm

সংবাদ শিরোনাম ::
পরিবহণ মালিক সমিতির নৈরাজ্যের প্রতিবাদে তানোরে সিএনজি চালকরা ৩ দিন ধরে রাস্তায় পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান
তানোরে মৃত স্বামীর সম্পদ আত্নসাতের চেষ্টায় মারিয়া দ্বিতীয় স্ত্রী লাইলি বেগম

তানোরে মৃত স্বামীর সম্পদ আত্নসাতের চেষ্টায় মারিয়া দ্বিতীয় স্ত্রী লাইলি বেগম

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার মোহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃত এনামুল হকের শিক্ষক সমিতির অনুদান, পেনশন ও কল্যাণট্রাস্টের অবসর কালীন ভাতা অন্য ওয়ারিশদের ফাঁকি দিয়ে উত্তোলনের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন মৃত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী লাইলি বেগম।

এঘটনায় মৃত শিক্ষক এনামুল হকের বড় পুত্র সোহানুল হক পারভেজ বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, তানোর থানা, মাধ্যমিক শিক্ষা অফিসার, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ছাড়াও সোনালী ব্যাংক ম্যানেজারসহ বিভিন্ন দপ্তরে আজ ১১ এপ্রিল একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানোর উপজেলার মোহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক চাকুরীরত অবস্থায় ১ স্ত্রী ২ কন্যা ও ২ পুত্র সন্তান রেখে গত ২০২০ সালের ১২ এপ্রিল মৃত্যু বরণ করেন। এরপর রহস্যজনক কারণে মৃত শিক্ষক এনামুল হকের ব্যাংক হিসাব নাম্বারটি গোপনে বন্ধ করে দেন তার ছোট স্ত্রী লাইলি বেগম। পরে লাইলি বেগম তার নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ওয়ারিশদের ফাঁকি দিয়ে নিজের নামে একটি ব্যাংক হিসাব খুলেন যাহার নাম্বার- ৪৬২৩৫০১০২৪০৮১।

মৃত শিক্ষক এনামুল হকের কল্যাণ ভাতার টাকা ছোট স্ত্রীর নামীয় হিসাব নাম্বারে আসলে তা ব্যাংক কর্তৃপক্ষ ওই কল্যাণ ভাতার টাকা মৃত শিক্ষক এনামুল হকের লোন পরিশোধ করে সমন্নয় করেন।

বর্তমানে মৃত শিক্ষক এনামুল হকের অবসরকালীন ভাতা ৩০ লাখ টাকা ছোট স্ত্রী লাইলী বেগম আত্নসাতের উদ্দেশ্যে তার একক নামে খুলেন। বিষয়টি পারভেজ জানতে পেরে তা বন্ধের জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।

এব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বসে মৃত এনামুল হকের ঋণ পরিশোধ করে যে টাকা আসবে তা ওয়ারিশগণের মধ্যে ভাগবন্টন করার প্রতিশ্রুতি ও যৌথ একাউন্ট করার কথা থাকলেও তিনি গোপনে নিজ নামে ব্যাপাক একাউন্ট করেন। এতে সকল বিচারকগন সামনে সহি স্বাক্ষর করেন কিন্তু এখন তিনি নিঃস্বার্থে টাকা আত্মসাৎ পরিকল্পনা করছেন লাইলী বেগম।

এঅবস্থায় মৃত শিক্ষক এনামুল হকের অবসর কালীন ভাতার টাকা সকল ওয়ারিশগনের মধ্যে অংশ মোতাবেক বন্টন করা আবশ্যক। এহেন অবস্থায় বিষয়টি সমাধানের জন্য মৃত শিক্ষক এনামুল হকের বড় পুত্র তানোর থানা ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে মৃত শিক্ষক এনামুল হকের ছোট স্ত্রী লাইলি বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার নামে নোমিনী করা আছে। তাই অবসর কালীন ভাতার টাকা আমিই একাই পাবো, এখানে কারো কোন কিছু করার নেই বলে দম্ভোক্তি প্রকাশ করেন তিনি।

মৃত শিক্ষক এনামুল হকের বড় পুত্র সোহানুল হক পারভেজ বলেন, ওয়ারিশগনের মধ্য যেন অবসরকালীন ভাতার টাকা সুষ্ঠভাবে বন্টন করা হয়। তা না হলে মৃত এনামুল মাষ্টারের বাড়ি জব্দ করার জন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এটি শিক্ষা অফিসার ও ব্যাংক কর্মকর্তাদের বিষয়। আমি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ওসি। তা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.