বুধবা, ১৮ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৮:৩৪ am
শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক (চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৫ মোল্লাপাড়া, হড়গ্রাম ক্যাম্পের একটি অপারেশন দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল-আমীন (৩৪) নামে ১ জন ও শাহজালাল বাদশা ওরফে জনি (৩৫) নামে ১ জন পলাতক আসামীকে আটক করা হয়েছে।
আটককৃত আল-আমিন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের রেজাউল করিমের ছেলে। আর পলাতক আসামী হচ্ছে একই ওয়ার্ডের দরগাপাড়ার মৃত মাওলা বক্সের ছেলে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ শনিবার বিকেল পৌণে ৪ টার দিকে নাচোল উপজেলার নেজামপুর এলাকা থেকে ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল-আমীনকে হাতেনাতে আটক করে র্যাব। পরে পলাতক আসামী জনিকেও আটক করে একই অপারেশন দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক কৃতদের বিরুদ্ধে ১টি মামলা রুজু করা হয়। আজকের তানোর