বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ১০:১২ pm

সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে আ.লীগের কর্মীসহ ১৮ জন গ্রেপ্তার জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে শিবিরের বিক্ষোভ আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন দুর্গাপুরে হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামিসহ আটক ৮ তানোরে দখল বাজিতে বিএমডির গভীর নলকূপে সেচ পাচ্ছে না কৃষক বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন তানোর থানার মোড়ে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ প্রয়োজন গোদাগাড়ীতে পদ্মানদীতে বালি উত্তোলন ও ড্রামট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন রাজশাহীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা চাঁপাইয়ের কৃষি শ্রমিক তানোরে ধান কাটতে এসে বাড়ি ফিরলেন লাশ হয়ে চট্টগ্রামে আদালত এলাকায় বিক্ষুব্ধদের হামলায় আইনজীবী নিহত পেঁয়াজ-আলু রপ্তানি বন্ধ করল ভারত সাত মণ ধানে এক বস্তা ব্র্যাকের আলুবীজ, তাও অপেক্ষায় জুটছে কপালে তানোরে ব্র্যাকের আলুবীজ কালোবাজারে বিক্রি? জব্দে ইঁদুর বিড়াল খেলা আরএমপি পুলিশের অভিযানে আ.লীগের নেতাসহ ১২ জন গ্রেপ্তার দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে ১০ জন গ্রেফতার দীর্ঘ প্রতিক্ষায় বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন জামিনে বেরিয়ে আবারও গ্রেপ্তার রাজশাহী-৬ আসনে সাবেক এমপি রাহেনুল তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে
নাচোলে সমবায় কর্মকর্তার ঘুষবাণিজ্য প্রমাণিত

নাচোলে সমবায় কর্মকর্তার ঘুষবাণিজ্য প্রমাণিত

ডেস্ক রির্পোট :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম। গত বছরের মার্চ মাসে নাচোলে অতিরিক্ত সমবায় কর্মকর্তা হিসাবে যোগদান করার পর ঘুসবাণিজ্যসহ নানা অনিয়মে জড়িয়ে পড়েন। সমবায় অফিসারের ঘুসবাণিজ্য প্রমাণিত হওয়ার পরও কীভাবে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন শফিকুল ইসলাম তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার সমবায়ীরা।

ঘুসবাণ্যিজ্য প্রমাণিত হওয়ার পর এখনো তিনি ঘুস ছাড়া কোনো কাজ করেন না।

এ বিষয়ে ভুক্তভোগী উপজেলার নেজামপুর ইউপির কামার জগদইল গ্রামের মামুন জানান, গত মঙ্গলবার নাচোল উপজেলায় জলমহাল ইজারা দাখিল কেন্দ্র করে প্রত্যয়নপত্র নিতে শফিকুল ইসলামের দপ্তরে যান তিনি। সমবায় অফিসার শফিকুল ইসলাম প্রত্যয়নপত্রের জন্য এক হাজার টাকা ঘুস দাবি করেন। প্রথমে মামুন ঘুস দিতে অপরাগতা প্রকাশ করলে প্রত্যায়নপত্র ঘুস ছাড়া দেওয়া যাবে না বলে সমবায় অফিসার সাফ জানিয়ে দেন। নিরুপায় হয়ে মামুন এক হাজার টাকা ঘুস দিয়ে অবশেষে প্রত্যয়নপত্র নেন।

অন্যদিকে একই দিনে নাচোল বাজারের কামরুল ইসলাম একটি সমিতির জন্য প্রত্যয়নপত্র নিতে গেলে সমবায় অফিসার শফিকুল ইসলাম প্রত্যায়নপত্রে ১৫০০ টাকা ঘুস দাবি করেন। কামরুল ইসলাম ঘুসের ১৫০০ টাকা না দিতে পারায় তাকে আর প্রত্যয়নপত্র দেননি সমবায় অফিসার।

নাচোল পৌর এলাকার সমবায়ী সোহেল রানা জানান, গত মঙ্গলবার উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলামের দপ্তরে আমি একটি সমবায় সমিতির প্রত্যয়নপত্র নিতে গেলে শফিকুল প্রত্যয়নপত্রের জন্য এক হাজার টাকা ঘুস নেন। ঘুস ছাড়া তিনি প্রত্যয়নপত্র দিচ্ছেন না।

এদিকে গত ২৭ জানুয়ারি একটি পত্রিকায় টাকা ছাড়া ফাইল নড়েনা নাচোল সমবায় কর্মকর্তার শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় অফিসার মো. আকরাম হোসেনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

গত ২ ফেব্রুয়ারি জেলা সমবায় কর্মকর্তা নাচোল উপজেলা সমবায় অফিসে ভুক্তভোগীদের সাক্ষাৎকার নেন। তদন্তে উপজেলার আমজোয়ান গুচ্ছগ্রাম ভূমিহীন সমবায় সমিতির সভাপতি আনারুল ইসলামের নিকট সমিতির নিবন্ধনের নামে সমবায় কর্মকর্তা শফিকুল ইসলামের ঘুসগ্রহণের বিষয়টি প্রমাণিত হওয়ায় গত ৩ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক বরাবর জেলা সমবায় কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এ বিষয়ে নাচোল উপজেলা সমবায় অফিসার (অতিরিক্ত) শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সমবায়ীদের কাছে সমিতির প্রত্যয়নপত্র নিতে কোনো অতিরিক্তি টাকা নেওয়া হয়নি।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক নূরন্নবী যুগান্তরকে বলেন, শফিকুল ইসলামের অনিয়ম, ঘুসবাণিজ্য বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। তার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সূত্র : যুগান্তর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.