মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০১:৩৫ am

সংবাদ শিরোনাম ::
বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি চালকরা দাবি আদায়ে রাস্তায়, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি
তানোরে মাদ্রাসায় চাকুরির নামে প্রতারণা, সুপার লাঞ্চিত

তানোরে মাদ্রাসায় চাকুরির নামে প্রতারণা, সুপার লাঞ্চিত

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর সদরের মেডিকেল মোড় নামক স্থানে অবস্থিত ‘তানোর পৌরসভা দাখিল মাদ্রাসা’য় চাকুরি দেবার নামে প্রতারণার দায়ে এক সুপারকে পাঞ্জাবির কলার ধরে টেনে হেচঁড়ে লাঞ্চিত করা হয়েছে। ওই সুপারের নাম মুনসুর রহমান। তার স্থায়ী বাড়ি জেলার বাগমারা উপজেলায়। বর্তমানে তিনি মুন্ডুমালায় শ্বশুড় বাড়িতে বসবাস করেন। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তানোর সাব-রেজিস্ট্রী অফিস চত্বরে এ ঘটনা ঘটে। পরে শনিবার দুপুরে থানায় অভিযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের মোহর গ্রামের বাসিন্দা আলমগীরকে মাদ্রাসায় চাকুরি দেবার কথা বলে বেশ কয়েক বছর আগে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নেন আমশো মথুরাপুর নামক স্থানে অবস্থিত ‘তানোর পৌরসভা দাখিল মাদ্রাসা’র সুপার মুনসুর রহমান। কিন্তু বেশ কয়েক বছরেও আলমগীরকে চাকুরি দেননি তিনি। পরে চাকুরি দেবার নামে নেয়া ঘুষের টাকাও ফেরৎ দেননি সুপার। টাকা চাওয়া হলে আজকাল করে আলমগীরকে ঘুরানো হয়। এরই জের ধরে আলমগীরের স্বজনরা ক্ষিপ্ত হয়ে টাকা ফেরতের জন্য সুপারের কলার ধরে টানা হেছড়া করা হয়। শুধু আলনগীরের কাছে নয় ওই সুপার মাদ্রাসায় চাকুরি দেবার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে বেশ কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এমন খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সুপারকে উত্তম মাধ্যম দিতে তেড়ে ধরেন। এহেন সময় পালিয়ে রক্ষা পান সুপার। ফলে এমন প্রতারক সুপারকে আইনের আওতায় আনার দাবি উঠেছে সব মহল থেকে। এঅবস্থায় চলতি মাসের ৩০ মার্চ দুপুর ১২টার দিকে তানোর সাব রেজিস্ট্রী অফিসের সামনে সুপারকে পেয়ে টাকা দেওয়ার কথা বলেন আলমগীরের স্বজন ধানতৈড় মহল্লার বাসিন্দা হাসেম আলী। এসময় সুপার টাকা দিতে অস্বীকার করাই হাশেম ও তার লোকজন সুপারের পাঞ্জাবির কলার ধরে টানা হেচড়া করেন। পরে আইনের হাতে তুলে দিতে চাইলে বসে সমাধানের কথা হয়।

এব্যাপারে সুপার মুনসুর রহমান বলেন, চাকুরি দেবার কথা বলে টাকা নেয়া হয়নি। আর আলমগীরকে আমি চিনিও না। প্রায় এক বছর আগে হাসেমের কাছ থেকে সুদের উপর এক লাখ টাকা নিয়েছিলাম। এখন হাসেম বলছে সুদ বেড়ে ৪ লাখ টাকা হয়েছে। পরে বসে মিমাংসা না হওয়ায় অভিযোগ করা হয়েছে। দেখা যাক কি হয় বলে জানান সুপার।
তবে এবিষয়ে হাসেম আলী বলেন, কোন সুদের টাকা নয়। মাদ্রাসায় চাকুরি দেবার কথা বলে আমার আত্মীয় আলমগীরের কাছ থেকে টাকা নেয় সুপার। চাকুরি তো দেয়নি। ডোলেশন বা ঘুষের টাকা আজ-কাল দেব বলে বেশ কয়েক বছর ধরে তালবাহানা করে আসছে সুপার। ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল মোল্লা ঘটনা সম্পর্কে অজানা।

এব্যাপারে তানোর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.