শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৩৬ am
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস ঠেকাতে রাজশাহীতে ফের মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন।
তিনি জানান, করোনা সংক্রমণ থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক। এরই মধ্যে মন্ত্রীপরিষদ সচিবালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। তাই রাজশাহী নগরীতে সকাল-বিকেল ভ্রাম্যমাণ আদালতের ৪টি টিম মাঠে থাকবে। আর উপজেলা পর্যায়ে একটি টিম কাজ করবে। অস্বচ্ছল ব্যক্তিরা বিনামূল্যে মাস্ক পাবেন। তবে সামর্থ্যবান কেউ মাস্ক ব্যবহার না করলে জরিমানা গুণতে হবে।
দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ। এর পর সারা দেশের মত রাজশাহীতে মানুষকে সচেতন করাসহ স্বাস্থ্যবিধি মানতে বাধ্যকরতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তবে সম্প্রতি সংক্রমন কমে যাওয়া পর ভ্রাম্যমাণ আদালতের অভিযান শিথিক করা হয়। আজকের তানোর