রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২৩ am
ক্রীড়া ডেস্ক :
মাউন্ট মঙ্গানুয়ে টেস্টে ১০১ রানে হেরে যাওয়া পাকিস্তান ক্রাইস্টচার্চে হারে ইনিংস ও ১৭৬ রানের ব্যবধানে। টানা দুই টেস্টে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আজহার আলীর ৯৩ রানে ভর করে ২৯৭ রান করে পাকিস্তান। জবাবে কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি (২৩৮), হেনরি নিকোলস (১৫৭) ও ড্যারেল মিচেলের (১০২*) জোড়া সেঞ্চুরিতে ভর করে ৬ উইকটে ৬৫৯ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।
৩৬২ রানে পিছিয়ে থাকা পাকিস্তান ফলঅন এড়াতে নেমে মঙ্গলবার তৃতীয় দিনে ৮/১ রানে দিনের খেলা শেষ করে। বুধবার চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্টের গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ১৮৬ রানে অলআউট পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করে করেন আজহার আলী ও জাফর গহর। নিউজিল্যান্ডের হয়ে কাইল জেমিসন ৪৮ রানে নেন ৬ উইকেট। আর ৪৩ রানে ৩ উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস: ২৯৭/১০ (আজহার আলী ৯৩, মোহাম্মদ রেজওয়ান ৬১, ফাহিম আশরাফ ৪৮; কাইল জেমিসন ৫/৬৯)। ২য় ইনিংস: ১৮৬/১০ (জাফর গহর ৩৭, আজহার আলী ৩৭; কাইল জেমিসন ৬/৪৮, ট্রেন্ট বোল্ট ৩/৪৩)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৬৫৯/৬ (উইলিয়ামসন ২৩৮, হেনরি নিকোলস ১৫৭, ড্যারিল মিচেল ১০২*)।
ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ১৭৬ রানে জয়ী। সূত্র : যুগান্তর।