রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৩৮ am
ডেস্ক রির্পোট :
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, তদন্ত কমিটির সদস্যরা রাজশাহীতে অবস্থান করছেন। তারা সুলতানা জেসমিনকে গ্রেপ্তারে অভিযানে থাকা র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ১১ সদস্যকে জিজ্ঞাসাবাদ করছেন। তদন্ত শেষ হলে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
নওগাঁয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে আটক হওয়ার পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় র্যাবের ১১ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ হলে কমিটির প্রতিবেদন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার রাতে নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি বলেন, জেসমিন মৃত্যুর ঘটনায় র্যাব সদর দপ্তরের ইনকোয়ারি টিম রাজশাহীতে রয়েছে। জেসমিনকে আটকের অভিযানে সংশ্লিষ্ট ১১ সদস্যকে র্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে। তাদেরকে জেসমিনকে আটক ও পরবর্তীতে মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একইসঙ্গে তারা ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গেও কথা বলেছেন।
৫৪১.মরভ
নওগাঁয় ওই নারীকে আটক করেছিলেন র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের। ওই ক্যাম্পের দায়িত্বে রয়েছেন মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা। র্যাবে এই পদমর্যাদার কর্মকর্তাকে কোম্পানি কমান্ডারের দায়িত্ব দেয়া হয়। ওই অভিযানের বিষয়ে কোম্পানি কমান্ডারসহ অভিযানে থাকা গাড়িচালক থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত ২২ মার্চ সকাল সাড়ে ১০টায় নওগাঁর নওজোয়ান মাঠের সামনে থেকে স্থানীয় ভূমি অফিসে কর্মরত সুলতানা জেসমিনকে আটক করেন র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আটকের প্রায় দুই ঘণ্টা পর দুপুরে সুলতানাকে অসুস্থ অবস্থায় নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। ২৪ মার্চ সকালে রামেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একটি মামলা করেন এনামুল হক নামে যুগ্ন সচিব পদমর্যাদার স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তা। সে সময় স্বজনরা অভিযোগ করেন, জেসমিনকে র্যাব সদস্যরা হেফাজতে নিয়ে নির্যাতন করায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি হাইকোর্ট অবধি গড়িয়েছে। সুলতানাকে এভাবে আটক করার বিষয়ে র্যাবের এখতিয়ার নিয়েও প্রশ্নও তুলেছে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ। সূত্র : এনবি নিউজবাংলা২৪ডটকম