শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪০ am
শহিদুল ইসলাম, (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
মুজিব শতবর্ষ উপলক্ষে চাঁপাই নবাবগঞ্জের নাচোলে দ্বিতীয় দফায় আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৩০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর বরাদ্দ দেয়া হয়েছে। ১৩ মার্চ শনিবার উপজেলার কসবা ইউনিয়নের বর্ধায় চন্ডিপুর এলাকায় খাস জমিতে প্রায় ৫০টি পরিবারের জন্য গৃহ নির্মাণের লে-আউট এর কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম, সার্ভেয়ার মাহমুদুল হাসান, কসবা ইউনিয়নের ভূমি অফিসের সহকারী তহসিলদার সুবোধ চন্দ্র বর্মন ছাড়াও স্থানীয় সুধিবৃন্দ।
ইউএনও সাবিহা সুলতানা জানান, ২০২০-২১ অর্থবছরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষে নাচোল উপজেলায় ২য় দফায় ভূমিহীন ‘ক’ শ্রেণীর ৩০০টি পরিবারকে পুনর্বাসনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের লে-আউট উদ্বোধন করা হয়েছে। এছাড়াও নাচোল সদর ইউনিয়নের আমজোয়ান গ্রামে খাসজমি পুকুরপাড়ে প্রায় ১’শটি গৃহ নির্মাণ কাজের লে-আউট উদ্বোধন করা হয়।
তিনি আরো জানান, প্রতিটি পরিবারের জন্য ২ শতাংশ খাসজমি বন্দোবস্তসহ ২ কক্ষ বিশিষ্ট সেমিপাকা ইটের দেয়াল কংক্রিটের মাঝে রঙিন ঢেউটিন ছাউনি দিয়ে তৈরি। এসব ঘরে ১টি খোলা বারান্দা ১টি রান্নাঘর ও ১টি শৌচাগার রয়েছে।
উল্লেখ্য, ২৩ জানুয়ারী প্রথম দফায় নাচোল উপজেলায় ২’শ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ২শতাংশ খাস জমির দলিল, নামজারি গৃহ প্রদানের সনদসহ ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। আজকের তানোর