সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০২:৫৭ pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। সোমবার দুপুরে নগরের নিউ মার্কেট এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। আত্মগোপনে থাকা জামায়াতে ইসলাম দীর্ঘদিন পর প্রচার সংখ্যক নেতাকর্মী নিয়ে এ বিক্ষোভ মিছিল বের করে।
তবে, পুলিশ আসার আগেই তারা মিছিল শেষ করে সটকে পড়ে।
জানা গেছে, ভারতে শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী পবিত্র কুরআন শরীফের ২৬টি আয়াতের উপর আপত্তি তোলে পরিবর্তনের আবেদন জানিয়ে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের করা রিটের প্রতিবাদ জানিয়ে এ বিক্ষোভ মিছিল রেব করে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ।
দুপুর ১টা ৪৫মিনিটে রাজশাহী নিউ মার্কেট ইসলামী ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে অলকার মোড় চেম্বার অফ কমার্সের সামনে গিয়ে শেষ হয়।