মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৫১ am
নিজস্ব প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর উপজেলা মুন্ডমালা পৌর সভার নারী কাউন্সিলরের বিরুদ্ধে গ্রামবাসীর কাছ থেকে খাবার পানির জন্য অতিরিক্ত অর্থ আদায় ও আয়-ব্যায়ের হিসাব দিচ্ছেন না অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ২৭ মার্চ সোমবার মুন্ডমালা পৌর সভার উত্তর পাড়া গ্রামের তোফাজ্জুল হোসেনের পুত্র মেহেদী হাসানসহ ৩ জন বাদী হয়ে মুন্ডমালা পৌর সভার ২ নং সংরক্ষিত নারী কাউন্সিলর রাফিয়া বেগমের বিরুদ্ধে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, গত ৬ মাস আগে মুন্ডমালা পৌর সভার পক্ষ থেকে মুন্ডমালা উত্তর পাড়ার প্রায় ৩ শ’ পরিবারের প্রায় হাজারেরও বেশী মানুষের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য পৌর কর্তৃপক্ষ একটি মটার প্রদান করেন।
ওই মটার থেকে জনপ্রতি মাসে ৫ টাকা করে আদায় করতেন মুন্ডমালা পৌর সভার সংরক্ষিত নারী কাউন্সিলর রাফিয়া বেগম। গত ২ মাস থেকে তা বাড়িয়ে ৫ টাকার পরিবর্তে ১৫ টাকা করে আদায় করছেন। গত ২৫ মার্চ মটারটি নষ্ট হয়ে পড়ায় গ্রামে পানি সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
এঘটনায় ওইদিনই গ্রামের তাইজুলের পুত্র আরিফ গিয়ে কাউন্সিলরকে পানি সরবরাহ বন্ধের কারন জানতে চাইলে তাদেরকে অকথ্যভাষায় গারাগালি করে এলোপাথাড়ী ভাবে মারপিট করা হয়।
এবিষয়ে মোবাইলে যোগাযোগ করা হলে মুন্ডমালা পৌর সভার ২ নং সংরক্ষিত নারী কাউন্সিলর রাফিয়া বেগম বলেন, এসব বিষয়ে কোন কথা বলতে চাইনা জানিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেন।
এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তা/অ