মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৪:০০ am

সংবাদ শিরোনাম ::
বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি চালকরা দাবি আদায়ে রাস্তায়, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি
রাজশাহীতে নড়েছে জাপা, সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা

রাজশাহীতে নড়েছে জাপা, সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শাহাবুদ্দিন বাচ্চুকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হল রুমে সংবাদ সম্মেলন করে দলীয় প্রার্থী ঘোষণা করেন দলটির একাংশের নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের পক্ষে প্রার্থী ঘোষণা করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সচিব ইকবাল হোসেন।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি সব সময় নির্বাচন মুখি দল। আগামী সিটি করপোরেশন নির্বাচনেও জাতীয় পার্টি অংশগ্রহন করতে চাই। সে ক্ষেত্রে দলের হাই কমান্ড থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী রাজশাহী মহানগর ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহাবুদ্দিন বাচ্চুকে নির্বাচন করতে বলা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সংবাদ সম্মেলন করে শাহাবুদ্দিন বাচ্চুকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী ঘোষণা করা হলো।’

শাহাবুদ্দিন বাচ্চু জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদের রাজনৈতিক উপদেষ্টা এবং রাজশাহী মহানগর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি। গত জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ আসন থেকে তিনি দলীয় মনোনয়ন পেয়েছিলেন।

সংবাদ সম্মেলনে শাহবুদ্দিন বাচ্চু বলেন, ‘নিজের ভাগ্যের পরিবর্তন নয়, জনসাধরণের ভাগ্যের পরিবর্তন চাই; এই শ্নোগান সামনে নিয়ে জাতীয় পার্টি এবার রাজশাহী সিটি নির্বাচনে মাঠে থাকবে। জাতীয় পার্টি সব সময় নির্বাচন মুখি দল। তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া ও হাই কমান্ডের নির্দেশে আমি নির্বাচনে থাকার প্রস্তুতি নিয়েছি।’

তিনি বলেন, ‘আশা করছি দলের সকল পর্যায়ের নেতাকর্মীসহ নগরবাসীও আমার সঙ্গে থাকবেন। মেয়র নির্বাচিত হলে নগরীর বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে রাজশাহী নগরীকে ঢেলে সাজাতে কাজ করে যাব।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম পল্টু, মহানগর আহবায়ক কমিটির সদস্য সেলিম হোসেন, মিলন হোসেন, গোদাগাড়ী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মিনারুল ইসলাম, মোহনপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক বদিউজ্জামান, বাগমারা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল হাসনাত, পুঠিয়া উপজেলার আহবায়াক মাসুদুজ্জামান, চারঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রায়হান প্রমূখ।

সংবদ সম্মেলনে মহানগর জাতীয় পার্টির আহবায়ক কমিটির দুই সদস্য ছাড়া আরও কেউ উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলন করে শাহাবুদ্দিন বাচ্চুকে প্রার্থী ঘোষণার বিষয়টি জানতে চাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির জিএম কাদের এর অংশের ভাইস চেয়ারম্যান ও রাজশাহী মহানগরের আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এ সংবাদ সম্মেলন করা হয়েছে। জাতীয় পার্টির রাজশাহী নেতাকর্মীদের সঙ্গে বাচ্চুর কোনো সম্পর্ক নাই। তিনি রওশন এরশাদপন্থি নেতা। তিনি তাদের অনুসারী নিয়ে এ সংবাদ সম্মেলন করেছেন।

তিনি আরও বলেন, এখন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তার নেতৃত্বে জাতীয় পার্টি চলছে। সিটি নির্বাচন নিয়ে তিনি এখনো কোন নির্দেশনা দেননি।

স্বপন বলেন, আগামী সিটি নির্বাচনে আমি নিজেই নির্বাচন করবো বলে প্রস্তুতি নিয়েছি। হাই কমান্ডের সবুজ সংকেত নিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি। তবে আমার চেয়ে ভাল কোন প্রার্থী থাকলে এবং দল তাকে মনোনয়ন দিলে আমি সেটি মেনে নিব। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.