বৃহস্পতিবর, ৩১ অক্টোব ২০২৪, সময় : ০১:১৮ am
শাকিল আহমেদ, তানোর :
রাজশাহীর তানোরে এক ট্রলি চালককে বেধড়ক পিটিয়ে আহত করেছেন বেশ কয়েকজন বখাটে। এঘটনায় আহত ট্রলি চালককে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এনিয়ে ঘটনার দিন (১৩ মার্চ) শনিবার সকালে ৩ জন নামধারীসহ অজ্ঞাত ১০/১২ জন বখাটের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ট্রলি চালকের নাম রায়হান আলী (৩০)। পিতা সাহেব আলী। বাড়ি তানোর পৌর এলাকার জিওল-চাঁদপুর গ্রামে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন রায়হান ও তার প্রতিবেশি আমিনুল, সাদেকুল ও নজরুল ট্রলি নিয়ে জমি থেকে আলু বহণ করে আসছিলেন। এঅবস্থায় তানোর-মুন্ডুমালা সড়ক মেরামতের কারণে উপজেলার দেবীপুর ব্রীজ পার হয়ে ট্রলি নিয়ে ফাঁকা জায়গায় থেমে থাকেন তারা। এসময় সালামপুর গ্রামের মোজাম্মেল (৩৫) ও হাবিব (৩২) ছাড়াও অজ্ঞাত ১০/১২ জনের সঙ্গে রাস্তা পারাপার নিয়ে কথা কাটাকাটি হয়।
পরে এক পর্যায়ে রায়হানকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে মোজাম্মেল ও হাবিবসহ অন্যরা। এতে নিরুপাই রায়হান ডাক চিৎকার শুরু করেন। এহেন সময় ভয়াবহতা লক্ষ্য করে প্রত্যক্ষদর্শী হাবিব, রকি ও মনিরুল ছুটে এসে রায়হানকে উদ্ধার করে চিকিৎসার জন্য তানোর উপজেলা হাসপাতালে নেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় অভিযোগ করেন রায়হান।
এনিয়ে অভিযুক্ত মোজাম্মেল ও হাবিবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদের মন্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, এসংক্রান্ত বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকের তানোর