রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩৯ am
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী :
আজ ২৩ মার্চ ২০২৩ সকাল সাড়ে ১০টায় রাজশাহীর গোদাগাড়ী সদর ইউনিয়ন হলরুমে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়ন ও কারিগরী সহায়তায় মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এবং রাজশাহী জেলা পুলিশের আয়োজনে গোদাগাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসিদুল গনি এর সভাপতিত্বে ‘পুলিশ এনগেজমেন্ট এ্যাপ্রোচ ফর কাউন্টারিং এক্সট্রিমিজম (পিস)’ প্রকল্পের আওতায় এক পাবলিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। অত্র ইউনিয়নের শিক্ষক, ইউপি সদস্য, আদিবাসী নারী নেত্রী, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যগণ অংশগ্রহণ করেন।
এঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম।
অফিসার ইনচার্জ মহোদয় বলেন, দেশ দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, আমার বিশ্বাস এ পাবলিক মিটিংয়ে অংশ গ্রহণের মাধ্যমে সহিংস উগ্রবাদ প্রতিহতকরণে এবং মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং বিষয়ে পর্যাপ্ত ধারণা পেয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক, তোফাজ্জল হোসেন (সেন্টু), দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার শফিউল আওয়াল ও মানব কল্যাণ পরিষদ (এমকেপি)’র অ্যডমিন ফিন্যান্স ডিরেক্টর নরেশ চন্দ্র সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন, মানব কল্যাণ পরিষদের কর্মসূচি সমন্বয়কারী বশির আহম্মেদ, প্রজেক্ট অফিসার, শহিদুল ইসলাম ও আরজুমান। রা/অ