মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০২:২৩ am
সাইদ সাজু :
রাজশাহীর তানোর উপজেলার কলেজ ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নে অবস্থিত ‘নাইস গার্ডেন’ নামক পার্ক চত্বরে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। উপজেলার কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি ও উপজেলার প্রাথমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও সাবেক শিল্পপ্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
এসময় উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও তালন্দ ললিত মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক নজরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার ও তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া।
এতে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলী লীগের সভানেত্রী সোনিয়া সরদার ছাড়াও উপজেলার পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাঁইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি মিয়া এবং বিশিষ্ট সমাজ সেবক আ’লীগ নেতা আবুল বাসার সুজন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পিযুষ কান্তি চৌধুরী ও সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। উক্ত মিলন মেলায় তানোর উপজেলার সকর কলেজের শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারী এবং তানোর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীগণ ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও ওমর ফারুক চৌধুরীর উদ্যোগে তানোর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের নিয়ে পৃথকভাবে এ মিলন মেলার আয়োজন করা হয়। আগামীকাল বোরবার উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজন একই ধরণের মিলন মেলা অনুষ্ঠিত হবে। তা/অ