মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩২ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে ‘আশা’ নামক এনজিওর এক মাঠকর্মী গ্রাহকের কয়েক লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকায় অবস্থিত ‘আশা’ নামের এনজিও’র মাঠকর্মী অর্ধশত গ্রাহকের পরিশোধিত ঋণ ও সঞ্চয়ের প্রায় ১০ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন। ওই মাঠকর্মীর নাম গোলাম রাব্বনী।
তিনি সম্প্রতি বৃহস্পতিবার মুন্ডুমালা শাখা অফিস থেকে উধাও হয়েছেন। রোববার ঘটনাটি জানাজানি হলে মুন্ডুমালা শাখা অফিসের কয়েক হাজার গ্রাহক তাদের জমানো সঞ্চয় নিয়ে চরম আতঙ্কে পাস বই নিয়ে অফিসে যোগযোগ করছেন। আর দেখছেন তাদের আমানত ঠিক আছে কি না তা যাছাই-বাছাই করছেন। অনেকে আবার সঞ্চয়ের টাকা উত্তোলনে হুড়োহুড়ি শুরু করেছেন। এতে বিপুল সংখ্যক গ্রাহকের মাঝে এনজিও আশা’র ভাবমূর্তি নিয়ে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এঘটনায় রোববার ওই ‘আশা’ অফিসের মুন্ডুমালা শাখা ম্যানেজার সিহাব উদ্দিন বাদী হয়ে থানায় মাঠকর্মী গোলাম রাব্বানীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এদিকে, একইদিন রাজশাহী জেলা আশা অফিস থেকে দুইজন শাখা ম্যানেজার ও দুইজন আরএম মোট চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
তদন্ত কমিটি সরেজমিন মুন্ডুমালা ‘আশা’ অফিসে এসে গ্রাহকদের সঞ্চয় ও পরিশোধিত ঋণ যাচাই-বাছাই শুরু করেছেন। প্রথম দিনেই তদন্ত কমিটি মুন্ডুমালা শাখা অফিসে সদস্যদের পরিশোধিত ঋণের টাকা ও সঞ্চয় নিয়ে মাঠকর্মী অফিসে জমা দেখাননি এমন ১২ থেকে ১৫ জনের তালিকা পেয়েছেন। তাতে ৫ লাখ ৫২ হাজার ৫২০ টাকা খোয়া যাওয়ার বিষয়টি সত্যতা পেয়েছেন বলে তদন্ত কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।
তবে, এব্যাপারে তানোর অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেছেন, এ সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ পাবার পর মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে বলে জানান ওসি। তা/অ