রবিবর, ০৩ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪১ am

সংবাদ শিরোনাম ::
তানোরে সমবায় দিবস উদযাপনে খাবার না পেয়ে ক্ষোভ ও হৈচৈ চাকরির পেছনে নয়, উদ্যোক্তায় কর্মসংস্থান : বিভাগীয় কমিশনার রাবিতে নবজাগরণ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি গঠন নগরীতে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন নাচোলে এক প্রধান শিক্ষকের দূর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন জামিনে বেরিয়ে অপহরণ মামলার আসামিরা ভিকটিমসহ পরিবারকে হুমকি নগরীতে পুকুর থেকে এক ব্যক্তি মরদেহ উদ্ধার বাগমারায় জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা পণ্য না পেয়ে চাঁপাইয়ে কৃষিপণ্যের স্পেশাল ট্রেন বন্ধ ঘোষণা গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় সমবায় দিবস দুর্গাপুরে মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ দুর্গাপুরে সমবায় দিবস উদযাপিত প্রতারণার দায়ে রাজপাড়া থানার দুই এসআই’র বিরুদ্ধে মামলা জাপার সব কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি ঘোষণা ছাত্রলীগের পক্ষে ভিডিও ছড়িয়ে সংবাদ প্রচারের অভিযোগে গ্রেপ্তার ১ নগরীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ মোহনপুরে দুইদিনে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ৪ যুবদিবসে খাল পরিষ্কার উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১৬ ১৫০ ছাড়িয়েছে পেঁয়াজের কেজি, আলুর দামও বাড়তি
গৃহবধূর ভিডিও ছড়ানোর হুমকিতে দুই যুবকের সশ্রম কারাদণ্ড

গৃহবধূর ভিডিও ছড়ানোর হুমকিতে দুই যুবকের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত গৃহবধূর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে কুপ্রস্তাব দেওয়ার দায়ে দুই যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ওই ভিডিও ও ছবি ছড়ানোর হুমকি দিয়ে একাধিকবার অর্থ আদায় করেছেন বলেও অভিযোগ ভুক্তভোগীর।

রোববার (১২ মার্চ) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন দেন। একইসঙ্গে তাদের দুই লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমত আরা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত যুবকরা হচ্ছে, জয়পুরহাট সদর উপজেলার জানিয়ার বাগানের সিরাজ আলমের ছেলে জাহিদ হাসান (২৫) ও ক্ষেতলাল উপজেলার মৃধাপাড়ার আইয়ুব আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিব (২৪)।

আইনজীবী ইসমত আরা জানান, আসামি জাহিদ ও হাবিব গোপনে গৃহবধূর বন্ধুর সাথে কাটানো অন্তরঙ্গ মুহুর্তের ছবি-ভিডিও ধারণ করে। প্রাথমিকভাবে টাকা-পয়সা না দিলে ছবি ও ভিডিও ইটারনেটে ছড়িয়ে দিবে বলে গৃহবধূকে হুমকি দেয়। এক পর্যায়ে তাদের ৬০ হাজার টাকা দেন।

পরবর্তীতে তারা আবারও টাকার জন্য চাপ দিতে থাকে। সবশেষ শারীরিক সম্পর্ক স্থাপনের কুপ্রস্তাব দেন তারা। একইসাথে আরও ১৯ হাজার টাকা চাঁদা দাবি করেন। সেই মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করা হয়। পরে শুনানি শেষে আদালত রোববার রায় ঘোষণা করেন। তিনি আরও বলেন, রায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫(২) ধারায় দুই বছরের সশ্রম কারাদন্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৯(২) ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। আসামির মূল হাজতবাস কারাদণ্ড থেকে বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.