শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:০৫ am
মো. রবিউল ইসলাম মিনাল (নিজস্ব প্রতিবেদক) গোদাগাড়ী :
রাজশাহীর গোদাগাড়ীতে মহিলা ডিগ্রী কলেজ মাঠে মশালবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এম.পি.এল ক্রিকেট টুর্নামেন্ট খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। শনিবার (১১ মার্চ ) বিকেল ৪টায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতা মাস উপলক্ষে এ খেলার আয়োজন করা হয়
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গোদাগাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোফাজ্জল হোসেন (মোফা), মহিশাল বাড়ি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক মোহাম্মদ হায়দার আলী, গোদাগাড়ী পৌর যুবলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম, গোদাগাড়ী পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী ও মোহাম্মদ নুরুজ্জামান কাজল প্রমুখ
খেলায় উপস্থিত হয়ে ওসি কামরুল ইসলাম বলেন, যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এরকম একটা খেলা সবাইকে উপহার দেবার জন্য। এছাড়াও ওসি ধন্যবাদ জানান গোদাগাড়ীর ক্রিকেটপ্রেমী অভিভাবক, জনসাধারণ ও খেলোয়াড়দের।
এম.পি. এল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর চ্যাম্পিয়ন আর কে স্টিল আর রানার্স-আপ ফাইভ স্টার। রা/অ