মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৫৬ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে অভিযান চালিয়ে দেশিয় চোলাইমদসহ এক যুবককে আটক করেন সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম। পরে আটককৃত ওই যুবককে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর বাজারে এঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ্ওই এলাকার মোহাম্মদপুর গ্রামের মৃত আইরুল ইসলামের ছেলে তকির ইসলাম (২২) দীর্ঘদিন ধরে এলাকায় দেশিয় চোলাইমদ সাপ্লাই দেয়াসহ ব্যবসা পরিচালনা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কামারগাঁ ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম এ মাদক কারবারীকে আটক করেন। পরে আটককৃত ওই মাদক কারবারীর মাধ্যমে তল্লাসি চালিয়ে প্র্রায় ২৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, উপজেলার মাদারীপুর বাজারে আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম ২৫ লিটার চোলাইমদসহ তাকে আটক করে থানা পুলিশে ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোলাইমদসহ তকিরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এবিষয়ে মাদকদ্রব্য আইনে তকিরের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে তাকে শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়। তা/অ