রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৩০ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
‘স্মার্ট বংলাদেশের প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাই নবাবগঞ্জের নাচোল উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। এউপলক্ষে ১০ মার্চ শুক্রবার নাচোল রেলস্টেশন মাঠে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে শোভাযাত্রা, অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অংশগ্রহণে অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভারপ্রাপ্ত স্টেশন অফিসার গোলাম মোস্তফা।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন বলেন, দূর্যোগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি প্রাকৃতিক ও অন্যটি মানব সৃষ্টি দূর্যোগ। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমান সরকার দূর্যোগ থেকে বাঁচতে অনেক বেশি সক্ষম।
দূর্যোগে সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা গেলে ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। তাই এ ব্যাপারে সকলকে নিজ নিজ স্থান থেকে আরো বেশি বেশি সচেতন হওয়ার আহ্বান জানান ইউএনও মাহাইমেনা শারমীন। রা/অ