মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৩৬ am
এম এম মামুন :
রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ১০ তলা ভবনের ৬ষ্ঠ তালায় একটি ফ্ল্যাটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত ভোররাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ৭ম তালা থেকে ১০ তালা পর্যন্ত ফ্ল্যাটের প্রায় ৩২ জন বাসিন্দারা আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে। এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, নগরীর সাগরপাড়া বটতলা এলাকার একটি ১০ তলা ভবনের ৬ষ্ঠ তালার জনৈক মোসা. সেলিনা খানের বি-৬ নম্বর ফ্ল্যাটে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে বেডরুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিক পর্যায়ে ফ্ল্যাটের বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যার্থ হলে আগুন গোটা ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। এসময় ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটসহ ৭ম থেকে ১০ তলার ফ্ল্যাটের ৩২জন বাসিন্দা আটকা পড়েন।
এসময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ৪টা ৫০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম ও সহকারী পরিচালক রফিকুল ইসলামের নির্দেশনায় আটকে পড়াদের উদ্ধার করে ও অগ্নিনির্বাপন করেন।
এ উদ্ধার কাজ ও অগ্নিনির্বাপনে অংশ নেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিশ^বিদ্যালয় স্টেশনের কর্মীরা। ৫টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে কাজ শেষ হয় সকাল ৮টায়। তবে, ভবনে একটি মাত্র সিঁড়ি হওয়ায় আটকে পড়াতে উদ্ধার করতে বেগপেতে হয়। এই ঘটনায় ঘরে থাকা এসি, খাট, ডাইনিং টেবিল, ফ্যানসহ বিভিন্ন প্রকার আসবাবপত্র ও জিনিষপত্র পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রা/অ