রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:১৯ am
এইচএম ফারুক (নিজস্ব প্রতিবেদক) তানোর :
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বী মিঞা গত দেড় বছরে ব্যাপক উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন বলে জানাগেছে। জনগনকে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে উপজেলায় ও নিজ এলাকায় প্রশংসায় ভাসছেন তিনি।
জানা গেছে, সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি’র আস্থাভাজন কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী মিঞা ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছেন। উপজেলার ৩৭.৮৯ বর্গ কিলোমিটার জায়গাজুড়ে প্রায় ৭ হাজার ২৩৬টি পরিবার নিয়ে গঠিত কামারগাঁ ইউপির ৩০ হাজার ৮১৭ জন মানুষের সুখ দুখে পার্শ্বে থেকে সব সময় কাজ করে যাচ্ছেন তিনি।
এই ইউনিয়ন পরিষদের উন্নয়নের ধারাবাহিক কাজের পাশাপাশি ইউনিয়ন পরিষদের সঙ্গে স্থানীয় জনগণের সুসম্পর্ক স্থাপন, মাদক ও বাল্যবিবাহ রোধ, রাস্তাঘাট ও ব্রীজ কালর্ভাটের উন্নয়নসহ ইউপির সেবার মান উন্নিত করণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান ফজলে রাব্বী মিঞা।
সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপির নির্দেশনা ও সহযোগিতায় প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণসহ জনগণের যৌক্তিক চাওয়া পূরণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ কিছু উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
সরজমিনে দেখা গেছে, গত দেড় বছরে ইউনিয়নের যে পরিমানে রাস্তা ও ড্রেন নির্মাণ হয়েছে তাতে জনদূর্ভোগ অনেক অংশে কমেছে এবং কিছু উন্নয়ন কাজ চলমান রয়েছে। যেমন- ইউনিয়নে উন্নয়ন সহায়তা তহবিল, এলজিএসপি-৩, টিআর, কাবিটা, কাবিখা, এডিপি, ভূমি হস্তান্তর কর ও অতিদরিদ্রদেরর কর্মসংস্থান কর্মসূচির দ্বারা ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন কাজ চলমান রয়েছে।
ইতোমধ্যে ইউনিয়নের কামারগাঁও মধ্যপাড়া তৌহিদুর মাস্টারের বাড়ির সামনে পুকুরে প্রটেকশন ওয়াল নির্মাণসহ সিঁড়ি নির্মাণ। এছাড়াও আব্দিপুর পলাশের বাড়ি হইতে দুলালের বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবি করণ। শ্রীখন্ডা মজুমদারপাড়া মুসলেমের মিল হইতে সঞ্জয়ের ভিটা পর্যন্ত রাস্তা এইচবিবি করণ, মালশিরা আইর উদ্দিনের বাড়ি হইতে পূর্বপাড়া মসজিদ পর্যন্ত রাস্তা এইচবিবি করণ, হরিপুর মোস্তফার বাড়ি হইতে মজিবরের বাড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ, মালশিরা পূর্বপাড়া জুলুর বাড়ি হতে মসজিদ পর্যন্ত রাস্তায় এইচবিবি করণ, মালশিরা পূর্বপাড়া লবির দোকান হতে জালুর বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবি করণ ও কামারগাঁ চৌধুরী পাড়া রফিকের বাড়ির সামনে পুকুরের প্রোটেকশন ওয়াল নির্মাণ।
এছাড়াও চকপ্রভুরাম জসিমের বাড়ি হইতে আজিজের বাড়ি পর্যন্ত রাস্তায় এইচবিবি করণ, ধানুরা আমিনের বাড়ি থেকে শামসুলের বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবি করণ, বিহারৈল পশ্চিমপাড়া এরশাদের বাড়ি হইতে মসজিদ পর্যন্ত এইচবিবি করণ, বারঘরিয়া ইন্তাজের বাড়ি হইতে মামুনের বাড়ি পর্যন্ত রাস্তায় এইচবিবি করণ, শ্রীখন্ডা খলিলের বাড়ি হইতে সুবোধ পালের বাড়ি পর্যন্ত ক্রস ড্রেন নির্মাণ সহ ইউনিয়নের হাতিশাইল, দমদমা, ধানুরা, ছাঐড়, ভবানীপুর, বিহারইল, হরিপুর, মাড়িয়া, মির্জাপুর গ্রামে বেশ কিছু উন্নয়ন কাজ শেষ হয়েছে এবং জনগণের যৌক্তিক চাওয়া পূরণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ কিছু উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন কামারগাঁ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফজলে রাব্বী মিঞা।
উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বী মিঞা বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়ন কাজ ধারাবাহিক ভাবে হচ্ছে। এই ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদ গড়তে মাননীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপির নির্দেশনা ও সহযোগিতায় প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পাশাপাশি জনগনের যৌক্তিক চাহিদার কথা গুরুত্ব দিয়ে আধুনিক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন বলেই আজ উন্নয়ন করার সহজ হচ্ছে, আগামী সংসদ নির্বাচনেও নৌকা মার্কার প্রতি আস্থা রেখে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান তিনি এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান ফজলে রাব্বী। তা/অ