সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০১:০৯ pm
আওয়ামী লীগ জাতীয় পার্টিকে আগাছা মনে করে। তারা এখন জাতীয় পার্টিকে আর চায় না বলে জানিয়েছেন, পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার, দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, এখন থেকে জাতীয় পার্টি আর পরগাছা হয়ে থাকবে না।
তিনি জানান, আওয়ামী লীগকেও তাদের আর প্রয়োজন নেই। এ সময় জাতীয় পার্টির অস্তিত্ব বাংলাদেশ থেকে কখনো বিলীন হবেনা বলেও নেতাকর্মীদের আশ্বাস দেন তিনি।
আগামীতে নির্বাচনে অংশ নিবেন কিনা এমন প্রশ্নে দলটির চেয়ারম্যান জানান, সব নির্বাচনে অংশ নিতে এখনো প্রস্তুত দলটি। তবে, নির্বাচনে অংশ না নেয়ার ব্যপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। সূত্র : এফএনএস। আজকের তানোর