রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:১১ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলা সদর বাকশিমইল গ্রামের রাস্তা দখল করে লোহার সিঁড়ি স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে জেলা পরিষদ সদস্য শ্রী দিলিপ কুমার সরকার তপনের বিরুদ্ধে। এসময় এলাকাবাসী সিঁড়ি স্থাপনে বাঁধা দেন। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ গিয়ে কাজ বন্ধ করেছেন।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। পরে জেলা পরিষদ সদস্য শ্রী দিলিপ কুমার সরকার তপনের বিরুদ্ধে মোহনপুর থানায় আনোয়ার হোসেন গোলাপ ও মোস্তফা কালাম পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ।
অভিযোগকারি বাকশিমইল গ্রামের আনোয়ার হোসেন গোলাপ বলেন, তপন যে ঘর দখল করে আছে, সেটা আমার ক্রয়কৃত সম্পত্তি। তিনি আমার কাছে সেই জমি বিক্রি করেছেন। আমার নামে দলিল থাকা সত্ত্বেও জোর করে জবর দখল করে আছেন। এবিষয়ে বাটয়ারা মামলা আদালতে চলমান রয়েছে। যার দাগ নাম্বার ১০৪৬ ও ১০৪৭ দলিল নাম্বার ১৬৭৭ রেজিস্ট্রিকৃত তারিখ ৭/৫/২০০৭। এর পরে সেই দোনাক ঘরের বাইরে জন সাধারণের রাস্তায় লোহার সিঁড়ি তৈরি করার সময় বাধা দেন।
এলাকাবাসির পক্ষে আরেক অভিযোগকারি মোস্তফা কামাল নামের এক ব্যক্তি বলেন, রাস্তার ধারে শী দিলিপ কুমার সরকার তপন জোর পূর্বক রাস্তার উপর লোহার নির্মিত সিঁড়ি স্থাপন করতে গেলে জনতার সাথে আমি বাঁধা প্রদান করি। সেসময় আমাকেসহ সবাইকে গালি -গালাজ করেন ও হুমকি প্রদান করে তপন। তিনি আরো বলেন, আমরা অভিযোগ দিয়েছি। এর সুষ্ঠু বিচার কামনা করছি।
জেলা পরিষদের সদস্য শ্রী দিলিপ কুমার সরকার তপন বলেন, এ বিষয়ে থানায় আমিও একটি অভিযোগ করেছি, কাজ করা অবস্থায় পুলিশ গিয়ে তা বন্ধ করেছে। বর্তমানে কাজ বন্ধ রয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগের পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। রা/অ