শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:০৮ am
এম এম মামুন :
রাজশাহীতে অর্ধ কোটি টাকার হেরোইন বিক্রিয়ের সময় এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় তার কাছ থেকে ৫০৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ ৮০ হাজার টাকা। বুধবার (৮ মার্চ) র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় রাজশাহীর চারঘাট উপজেলার হাজির ঢালান এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারাবারির নাম সজল আলী (২৮) নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, রাজশাহীর চারঘাট উপজেলার হাজির ঢালান বাজারে এক ব্যক্তি হেরোইন বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-৫ এর ওই দল ঘটনাস্থলে পৌঁছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় মাদক কারবারি সজল আলীক ৫০৮ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
চারঘাট থানায় মাদক কারবারি সজল আলী বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে মাধ্যমে জেল-হাজতে পাঠানোর হয়েছে। রা/অ