সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:৪০ pm
বিনোদন ডেস্ক : লাক্স তারকা হয়ে ২০১৮ সালে শোবিজে পা রাখেন মিম মানতাসা। বেশকিছু নাটক-বিজ্ঞাপনে কাজ করলেও নিজেকে তেমন করে আলোচনায় আলোয় আনতে পারেননি এই সুন্দরী। ক্যারিয়ার জিইয়ে রেখেছেন বাছাই করা মানসম্পন্ন কাজ দিয়ে।
সেই মিম এবার ব্যক্তি জীবনে শুরু করলেন নতুন অধ্যায়। বিয়ে করেছেন তিনি। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর সিক্স সিজন হোটেলে তার বিয়ের (আকদ) আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। লাক্স তারকার ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পাওয়া গেছে কিছু ছবিও। তবে বিয়ের বিষয়ে মুখ খোলেননি মিম। জানা গেছে, পেশায় একজন শিক্ষক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত তিনি। প্রসঙ্গত, মিম মানতাসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী। আজকের তানোর