শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০২:৫৬ am
বিনোদন ডেস্ক : চলচ্চিত্র সাংবাদিক হিসেবে পরিচিত মাজহার বাবু। পাশাপাশি দুই যুগ ধরে যুক্ত আছেন বাংলা সিনেমা নির্মাণের সঙ্গে। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অর্ধশতাধিক সিনেমায়। প্রথমবারের মতো নির্মাণ করছেন পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র ‘ঠোকর’। এরইমধ্যে শুরু হয়েছে সিনেমার প্রথম পর্যায়ের শুটিং। চলতি মাসেই সিনেমার দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।
এ বিষয়ে মাজহার বাবু বলেন, ‘গল্পের প্রয়োজনেই ছোট ছোট লটে সিনেমার শুটিং করতে হচ্ছে। উত্তরার একটি শুটিং হাউজে আমরা শুটিং করছি। এই পর্যায়ে শুটিং করেছেন মনিরা মিঠু, সাইফ চন্দন, আসমা ঝিলিক ও অধরা খান। চলতি মাসেই আমরা সিনেমার সিংহভাগ শুটিং শেষ করতে পারবো।’ এই সিনেমায় অভিনয় করছেন বর্তমান সময়ের চিত্রনায়িকা অধরা খান।
তার বিপরীতে নায়ক হিসেবে অভিষিক্ত হচ্ছেন মডেল-উপস্থাপক ও ছোটপর্দার অভিনেতা ইভান সাইর। এ ছাড়া অভিনয় করছেন মনিরা মিঠু, আসমা ঝিলিক। একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন নির্মাতা সাইফ চন্দন। মনিরা মিঠু বলেন, ‘সময় উপযোগী গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ হচ্ছে। আমার চরিত্রটা আমি অনেক উপভোগ করেছি। আশা করি সিনেমাটি সবার ভালো লাগবে।’
সাইফ চন্দন বলেন, ‘ভালো একটি কাজ হচ্ছে ঠোকর। একেবারেই বর্তমান সময়ের গল্প। দর্শক টানার মতো অনেক কিছুই আছে এই সিনেমাতে। আমার চরিত্রটাও ভিন্ন।’ পরিচালক আরও বলেন, ‘ভিন্নধর্মী একটি গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছি। গল্প নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র দেখতে পাবে দর্শক। ২৪ বছর ধরে সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত আছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারব।’ সূত্র : এফএনএস