রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:০৮ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আমনুরা-নাচোল হাইওয়ে সড়কে ট্রাক ও মটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও ২ জন আহত হয়েছে। সোমবার ৬ মার্চ সোমবার রাত ৯ টারদিকে উপজেলার নাচোল ইউনিয়নের জোনাকিপাড়া মোড়ে আমনুরা-নাচোল সড়কের উপর এ দূর্ঘটনা ঘটে।
আমনুরা থেকে নাচোলগামী মটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক আমনুরার দিকে নাচোল থেকে যাবার সময় চলন্ত মটরসাইকেলকে চাপাদিয়ে ট্রাকটি পালিয়ে যায় ।
এতে মোটরসাইকেলে থাকা যাত্রী সাকির কালু (২৫) মারা যায়। তার পিতার নাম সাইদুর রহমান। বাড়ি নিমতলা গ্রামে। নিহত কালু গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। তার সাথে থাকা মটরসাইকেল চালক ও একজন আরহী আহত হয়। তারা হলেন সেলিম (২৫) পিতা আয়েশ উদ্দিন, গ্রাম গোমস্তাপুর। আরেকজন এন্তাজ আলী (২৮), পিতা সাদিকুল ইসলাম, গ্রাম- নিচতলা। তারও বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দূঘটনায় গুরুতর আহত হলে স্থানীয় লোকজন থানা পুলিশ ও ফাইয়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নাচোল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, মৃতের লাশ ও আহতদের উদ্ধার করে নাচোল সরকারি হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, ট্রাক ও ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি। তা/অ