মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৩৭ am
সাইদ সাজু :
রাজশাহীর তানোর পৌরসভায় আরো দুইটি রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ (৪ মার্চ) শনিবার সকালে পৃথক স্থানে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়। এসময় তানোর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হকের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নগর অবগাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তালন্দ বালিকা বিদ্যালয় থেকে মুসলেমের বাড়ি পর্যন্ত ৬০০ মিটার ও বেলপুকুরিয়া স্কুল থেকে বগুড়া মাস্টারের বাড়ি পর্যন্ত ৬৫০ মিটার ভেঙ্গে পড়া পাঁকা রাস্তা সংস্কারের জন্য প্রকল্প অনুমোদন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র ইমরুল হক। ওই রাস্তা দুইটি সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে ৮৬ লাখ টাকা।
এতে উপস্থিত ছিলেন- পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাছির উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিল রোকনুজ্জামান রনি, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর জুলেখা বেগম, তালন্দ এএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন ও তানোর পৌরসভার কার্য্যসহকারী মাহাবুর রহমান ছাড়া এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। তা/অ