সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১৭ pm

সংবাদ শিরোনাম ::
পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার
ভাইসচেয়ারম্যানকে ইউএনওর থাপ্পড়ে তদন্ত শুরু, নতুন অভিযোগ

ভাইসচেয়ারম্যানকে ইউএনওর থাপ্পড়ে তদন্ত শুরু, নতুন অভিযোগ

ডেস্ক রির্পোট :
বাগেরহাটের ফকিরহাটে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানকে থাপ্পড় মারার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। শুক্রবার জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ঘটনার ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও অভিযুক্তের জবানবন্দি নেন।

এদিকে থাপ্পড় মারার ঘটনার পর অভিযুক্ত ইউএনও মনোয়ার হোসেনের বিরুদ্ধে শারীরিক হেনস্তাসহ ঘুষ নেয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েক ব্যবসায়ী ও বাসিন্দা। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলেছেন ইউএনও।

গত বুধবার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে থাপ্পড় মেরে আলোচনায় আসেন ইউএনও মনোয়ার হোসেন। এর প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা। এর মাঝেই আগের কয়েকটি ঘটনা নিয়ে ইউএনওর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন কেউ কেউ।

উপজেলার নওয়াপাড়া মোড় এলাকার ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বলেন, রিয়েল এস্টেট ও ট্রেডিংয়ের ব্যবসার কারণে তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন। ফকিরহাটে তার পৈতৃক বাড়ি আছে। গত ২ জানুয়ারি বাড়ির কাজের জন্য ইট কিনে ট্রাকে করে আনার পর বাড়ির সামনে বাগেরহাট-মাওয়া মহাসড়কে রাখেন। সেখান থেকে ভ্যানে করে ইট বাড়ির মধ্যে নিচ্ছিলেন কেয়ারটেকার খায়রুল ইসলাম (৫০)। এর মধ্যেই ইউএনও ওই পথ দিয়ে যাওয়ার সময় সড়কে ইট রাখার কারণ জানতে চান। ওই সময় কেয়ারটেকারকে ইউএনও চড়-থাপ্পড়ও দেন।

সাখাওয়াত হোসেন আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এলে ইউএনও তাকে গাড়িতে উঠতে বলেন এবং গালমন্দ করেন। প্রতিবাদ করলে মহাসড়কের পাশে ৫ মিনিটের জন্য ইট রাখার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে কেয়ারটেকার খায়রুল ইসলাম বলেন, ‘রাস্তার পাশে ইট রাখার অপরাধে সবার সামনে ইউএনও আমাকে চড় মারেন। আমার মালিককে গালমন্দের পাশাপাশি জরিমানাও করেন।’

উপজেলার কাটাখালী মোড় এলাকার ভাই ভাই প্লাস্টিক কারখানার স্বত্বাধিকারী বদিউজ্জামান বিশ্বাস। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ সরকারি সব দপ্তরের অনুমতি নিয়ে কারখানা পরিচালনা করছিলেন। কিন্তু প্রায় দুই মাস আগে তার অনুপস্থিতিতে ইউএনও কারখানার সামনে বাগেরহাট-মাওয়া মহাসড়কের পাশে মালামাল রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

বদিউজ্জামান বলেন, ওই ঘটনার প্রায় এক মাস পর ইউএনও তাকে জোর করে গাড়িতে উঠিয়ে অফিসে নিয়ে যান। সেখানে কারখানা আর না চালানোর মুচলেকা দিতে বলেন। এর দুই দিন পর তিনি ইউএনওর বাসায় গিয়ে ২০ হাজার টাকা ঘুষ দিয়ে আসেন। এরপর বেশ কিছুদিন তাকে আর কোনো হয়রানি করা হয়নি।
গত বৃহস্পতিবার বদিউজ্জামান বলেন, ‘সপ্তাহ আগে ইউএনও আবারও তার কারখানায় গিয়ে মহাসড়কের পাশে মালামাল রাখার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আমি ঘুষও দিলাম এবং জরিমানাও দিলাম।’

সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে থাপ্পড় মারাসহ এরপর ওঠা অভিযোগগুলো তদন্তের দাবি জানিয়েছেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নির্মল দাস। মিজানুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

নির্মল দাস বলেন, একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। ইউএনও মনোয়ারের বিরুদ্ধে এখন নানা অভিযোগ উঠছে। প্রশাসনের উচিত সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে ইউএনও মনোয়ার হোসেন বলেন, এসব ভিত্তিহীন কথা। উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন সময় অভিযান চালিয়ে নানা অভিযোগে স্থানীয় ব্যবসায়ীসহ অন্যদের জরিমানা করা হয়। তাই প্রশাসনের প্রতি ক্ষোভ থেকেই মানুষজন এখন এসব অভিযোগ তুলছেন।

সরেজমিন তদন্ত :

থাপ্পড় মারার ঘটনার এক দিন পর তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামকে দায়িত্ব দিয়ে এক সদস্যের কমিটিকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে ফকিরহাটের কাঁঠালতলা এলাকায় ভুক্তভোগী মিজানুর রহমান, প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম ও মোল্যা হাবিবুর রহমানের সাক্ষ্যগ্রহণ ও লিখিত জবানবন্দি নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। পরে তিনি অভিযুক্ত ইউএনওর সঙ্গেও সাক্ষাৎ করেন।

তদন্ত সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

ভুক্তভোগী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, প্রশাসন তাকে আশ্বস্ত করেছে। তারা পদক্ষেপ গ্রহণের কথা বলেছে। যেহেতু এটা প্রশাসনের ব্যাপার তাই তারা যেটা ভালো মনে করবে তাই মেনে নেবেন। সূত্র : বাংলানিউজ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.