রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩৮ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খোলসি নামক রাস্তায় পাওয়ার টিলার একটি গরুর বাছুরকে বাঁচাতে গিয়ে দূর্ঘটনায় একব্যক্তি নিহত হয়েছেন। অপর ব্যক্তি গুরুত্ব আহত হয়েছেন। নাচোল উপজেলার নাচোল ইউপির খেসবা গ্রামের সোহরাব আলীর বাড়ির পাশে খোলসি নাচোল সড়কের উপর ৩ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে মিড়কাডাংঙ্গা গ্রামের ইসরাইলের মেজ ছেলে মাসুদ রানা (৩৮) মারা যায়।
খোলসির দিক থেকে নাচোলগামী একটি পাওয়ার টিলার নাচোলের দিকে আসার সময় সোহরাব আলীর বাড়ির পাশে একটি গরুর বাছুরকে বাঁচাতে গেলে পাওয়ার টিলারটি পাশের গর্তে পড়ে যায়। এসময় গাছের সাথে ধাক্কা লাগলে গাছটি ভেঙ্গে যায় এবং সে তার নিজের পাওয়ার টিলারের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মাসুদ রানা মৃত্যু বরন করে।
দূর্ঘটনায় হেলপার আহত হলে তাকে নাচোল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নাচোল হাসপাতালে নিয়ে আসে।
এব্যাপারে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, যেহেতু ড্রাইভার তার নিজের পাওয়ার টিলারের চাকার নিচে পড়ে মারা গেছে। এজন্য কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। রা/অ