সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০২:৩৪ pm
সৌদি প্রবাসী সাবেক স্বামীর প্রতারণা মামলায় মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার (১২ মার্চ) মোহাম্মদপুর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শুক্রবার দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। পাঁচদিনের রিমান্ড চাওয়া হবে তার।
এদিন সাড়ে তিনটার দিকে রোমানাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদ আক্তারের আদালতে তোলা হয়।
অভিনেত্রী রোমানার বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ বলেন, সৌদি প্রবাসী সাবেক স্বামীর মামলায় রোমানা ইসলাম স্বর্ণাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে। সূত্র : এফএনএস। আজকের তানোর