মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৪:১৮ am
এম এম মামুন :
রাজশাহী নগরীতে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক পেশাদার মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ১২ হাজার টাকা। বৃহস্পতিবার (২ মার্চ) র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এরআগে বুধবার (১ মার্চ) সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর-বাগানপাড়া সড়কের পশ্চিম পার্শ্বে বালুর মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারাবারীর নাম বিশাল (২০)। তিনি রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকার সাদেকুল ইসলামের ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সদর কোম্পানির একটি দল জানতে পারে যে, নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবর পেয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-৫ এর ওই দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামি বিশালকে হাতেনাতে গ্রেফতার করেন।
এসময় তার কাছ থেকে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় আসামী বিশালের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের করা হয়েছে। রা/ অ