বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:৪৩ am
সেলিম রেজা, তানোর : সরকারি নির্দেশনা মেনে সময়মতো প্রতিষ্ঠান খোলার লক্ষ্যে প্রস্তুতিমূলকভাবে রাজশাহীর তানোর পৌরশহরের অর্কিড স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) সকাল সাড়ে দশটায় অর্কিড স্কুল এন্ড কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান সরকারের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের সমন্বয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাকিবুল হাসান। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক আব্দুল লতিফ আরাফ।
ওসি তাঁর বক্তব্যে বলেন, মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের ছোবল থেকে সন্তানদের রক্ষায় অভিভাবকদের আরও মনোযোগী হওয়ার আহবান জানান।
অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক ও সিনিয়র শিক্ষক এসএম শফিকুল আলম পারভেজ, ভাইস প্রিন্সিপাল শারমিন বেগম, প্রভাষক মফিজ উদ্দীন, অর্কিড স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কিবরিয়া, রাকিবুল আহম্মেদ, আলামিন আহম্মেদ, দেব্রত কুমার, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আব্দুস সামাদ মাস্টার সহ অনেকে।
সমাবেশে শতাধিক অভিভাবকবৃন্দের উপস্থিতিতে বক্তারা, সরকারি নির্দেশনা মেনে সময়মতো অর্কিড স্কুল এন্ড কলেজ খোলা হবে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ থাকার অঙ্গিকার করেন।