রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৫৮ am
এম এম মামুন :
রাজশাহীর মোহনপুরে বিয়ের কয়েক ঘন্টা পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ। ঘটনার পর থেকে স্বামী লাপাত্তা। ঘটনাটি ঘটেছে উপজেলার তাহেরপুর পাকুড়িয়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গোলাম মোস্তফা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের তাহেরপুর পাকুড়িয়া গ্রামের বাবুল হোসেনের মেয়ে ও নবম শ্রেণির ছাত্রী জান্নাতুন খাতুন বাধনকে (১৪) জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে চট্রগ্রাম জেলার ইউনুচ আলী (৩৬) সাথে বিয়ে হয়। বিয়ে পর রাতে শ্বশুর বাবুল হোসেনের বাড়িতে স্ত্রীকে নিয়ে ছিলেন ইউনুচ আলী। কিন্তু সকালে জান্নাতুন খাতুন বাঁধন জানতে পারে যে, স্বামী ইউনুচ আলীর স্ত্রী রয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় স্কুলছাত্রী জান্নাতুন খাতুন বাধন শয়ন রুমে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। ওই সময় পরিবারের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কিন্তু ঘটনার পর স্কুলছাত্রী নিয়ে ব্যস্ত ছিলেন পরিবারের লোকজন। ওই সময় স্বামী ইউনুচ আলী পালিয়ে যায়। ঘটনার পর থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত স্বামী ইউনুচ আলীকে খোঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. সেলিম বাদশাহ বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি। রা/অ