মঙ্গবার, ২৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৫:২২ am

সংবাদ শিরোনাম ::
তানোরে রাস্তার পাশে সরকারি জলাশয় ভরাটের অভিযোগ তানোরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের নতুন কমিটি গঠন হাসিনা আমলের চেয়েও দুর্নীতি বেশি হচ্ছে : মোমিন মেহেদী বাগমারায় ইউপি চেয়ারম্যান মকবুল গ্রেফতার টিটিসির অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ দেশের সব নদ-নদী সুরক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি গঠন সভাপতি আলতাফ, সম্পাদক খায়ের মোহনপুরে কলেজের জমি দুই ছেলের নামে লিখে দিয়েছেন অধ্যক্ষ মোহনপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেশের তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু ভারতীয় সঞ্চালন লাইনে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি অনলাইনে সরব, মাঠে নীরব আ.লীগ তানোর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, প্রতিক বরাদ্দ ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ
তানোরে রাস্তা সংস্কারের নামে ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন

তানোরে রাস্তা সংস্কারের নামে ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন

ইমরান হোসাইন :
রাজশাহীর তানোরে বসতবাড়ি হুমকিতে ফেলে ফসলি কৃষি জমিতে পুকুর করে সেই মাটি দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কলমা ইউনিয়নের ভালুকাকান্দর গ্রামে চলছে পুকুর খননের চাঞ্চল্যকর ঘটনাটি। এতে করে জমি সংলগ্ন কেয়ামত আলী নামের এক ব্যক্তির বসতবাড়ি চরম হুমকিতে পড়েছে। কাজ শুরুর সময় প্রতিবেশিরা বাধাঁ দিলেও কর্নপাত করেন নি কাজের দায়িত্বে থাকা সাবেক মেম্বার ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবু সাইদ। তার ভয়ে প্রতিবেশিরা চরম আতংকিত। ফলে পুকুর বন্ধ না হলে বসতবাড়ি ভেঙ্গে পড়বে। তবে, এব্যাপারে উপজেলা প্রশাসন অবগত হলেও অজ্ঞাত কারণে নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কলমা ইউপির ভালুকাকান্দর গ্রামের মাটির রাস্তার দক্ষিণ দিকে কিয়ামত আলীর মাটির বসত বাড়ি। ওই বাড়ি সংলগ্ন ফসলী জমি। জমিটির মালিক প্রভাষক আব্দুল লতিফ। গত বছর পুকুর খননের জন্য লতিফ ভেকু মেশিন নামান। কিন্তু প্রতিবেশি কিয়ামতসহ অনেকে বাধাঁ দিলে পুকুর খনন করতে পারেন নি। লতিফ কুড়িগ্রাম জেলার সরকারি কলেজের প্রভাষক। কাজের দায়িত্বে থাকা সাবেক মেম্বার সাইদ এসে উপস্থিত হয়ে বলেন, এটা সরকারি কাজ, এখান থেকে মাটি নিয়ে কাচা মাটির রাস্তা সংস্কার করা হচ্ছে। দেড় কিলোমিটার রাস্তায় মাটি দেওয়া হচ্ছে। এমপির বিশেষ বরাদ্দের কাজ। উপজেলা চেয়ারম্যানের অর্ডারে কাজ করছি।

ফসলী জমি কেটে পুকুর বাড়ি হুমকিতে ফেলে এভাবে কাজ করা যায় না কি জানতে চাইলে তিনি জানান, আমি এতকিছু বলতে পারব না, কতটাকা বরাদ্দ সেটাও জানিনা, মাটি না পাওয়ার কারণে এখান থেকে মাটি নেওয়া হচ্ছে। তার সাথে কথা বলা অবস্থায় কিয়ামত আলী ও তার পরিবারের লোকজন এসে বলেন যেভাবে পুকুর খনন করা হচ্ছে আমার বাড়ি ভেঙ্গে যাবে। আমি গরীব অসহায়, পাড়ার ভিতরে অনেক উচুঁ ভিটা আছে, সেগুলো কাটা হলে কারো ক্ষতি হত না। তিনি এসব কথা বললে সাবেক মেম্বার সাইদ নানা ভাবে হুমকি ধামকি দেওয়া শুরু করেন।

তিনি আরো বলেন, সমস্যার কথা বলতে গেলেও এভাবে হুমকি দিচ্ছে। সরকারি কাজ বাধাঁ দিলে মামলার ভয় দেখাচ্ছেন। গত বছর পুকুর খনন করার সময় অনেকে বাধাঁ দিয়েছিল, এজন্য খনন হয়নি। এবার সরকারি কাজের দোহায়ে পুকুর খনন করে সর্বনাশ ডেকে আনছে।

এলাকাবাসীরা জানান, ওই জমিতে এর আগে একাধিকবার চেষ্টা করেও পুকুর করতে পারেন নি। ওই জমিতে পুকুর হলে কিয়ামত আলীর বাড়ি তো ভেঙ্গে যাবে এবং প্রচুর জলাশয়ের সৃষ্টি হবে। যেহেতু কৃষি জমিতে পুকুর খনন করা যাবে না। কিন্ত সরকারি কাজের দোহায়ে পুকুর খনন হচ্ছে। রাস্তা সংস্কারের দরকার আছে, তাই বলে ক্ষতি করে এটা হয় না। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ কৃষি জমি নষ্ট করা যাবে না। কারণ বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি। যার কারণে জমি ফাকাঁ রাখাও যাবে না। কিন্তু সবকিছুকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে এসব করা হচ্ছে।

এক মেম্বার নাম প্রকাশ না করে জানান, দেড় কিলোমিটার রাস্তার বিপরীতে বরাদ্দ ৬ লাখ টাকা। দেড়শো হেরো ট্রাক মাটির প্রয়োজন পড়বে। খননের জায়গা থেকে মাটি ফেলার রাস্তা কয়েক হাত দুরে। ট্রাকপ্রতি উর্ধ্বে ৪০০ টাকা করে হলে ১৫০ গাড়ি মাটির দাম আসে ৬০ হাজার টাকা। বাকি টাকার কি অবস্থা বুঝে নিতে হবে। সাইদ সাবেক মেম্বার ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার সহিদুল আছেন। তিনিও আওয়ামী লীগ। কিন্তু তাকে হেয় করে সাবেক মেম্বারকে দিয়ে কাজ করানো হচ্ছে। এমনকি কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা খাদেমুন নবী বাবু চৌধূরীও অবহিত না। শুধু মাত্র একটি কারণ সে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয় লাভ করেন। অথচ তালন্দ ইউপির চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুও স্বতন্ত্র, তাকে নিয়ে সবকাজ করা হচ্ছে, বরাদ্দ দেওয়া হচ্ছে। কিন্তু কলমা ইউপি চেয়ারম্যানকে কে সে সুযোগ দেওয়া হচ্ছে না।

লতিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ১০০ বিঘাতে পুকুর করছি। তানোরে কত সাংবাদিক আছে, আর কত পত্রিকা বের হয়, আমি রংপুরে আছি তানোরে গিয়ে সাক্ষাতে কথা বলা হবে। আপনি কৃষি ফসলী জমিতে কিভাবে পুকুর কাটছেন জানতে চাইলে তিনি জানান, বললাম তো দেখা করা হবে, আমাকে বিরক্ত করার প্রয়োজন নাই বলে তিনি ফোন কেটে দেন। কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীন আওয়ামী লীগ নেতা খাদেমুন নবী বাবু চৌধূরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কাজের বিষয়ে আমি কিছুই জানি না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও প্রকৌশলী তারিকুল ইসলামের সাথে মোবাইলে কাজের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি কিছুই জানি না। কত টাকা বরাদ্দ সাবেক মেম্বার কিভাবে কাজ করে, কৃষি জমি খনন করে পুকুর সেই মাটি দিয়ে কাজ করা যায় কি না, বা বসতবাড়ি হুমকিতে ফেলে এভাবে কাজ হয় কি না জানতে চাইলে তিনি জানান, কার সমস্যা অফিসে আসলে ব্যবস্থা হবে। আপনি কিছুই জানেন না তাহলে কিভাবে ব্যবস্থা হবে প্রশ্ন করা হলে কোন সদ উত্তর না দিয়ে এড়িয়ে যান তিনি।

এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করা হলে গোদাগাড়ী এসিল্যান্ড পরিচয়ে রিসিভ করে জানান, তানোর ইউএনও ছুটিতে আছেন। আর গোদাগাড়ী ইউএনও স্যার বাইরে, পরে কথা বলেন বলে সংযোগ বিছিন্ন করেন তিনি। তা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.