মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৩০ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর পৌর এলাকায় এক কোটি দুই লক্ষ টাকা ব্যয়ে পৃথক দু’টি রাস্তা পাঁকাকরণ নির্মাণ কাজের উদ্বোধন করে দোয়া অনুষ্ঠিত হয়। আজ (২৬ ফেব্রুয়ারী) রোববার বেলা সাড়ে ১১টার দিকে তানোর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের শুভ উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- তানোর পৌরসভার প্যানেল মেয়র ও কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরব আলী, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী তারেক আজিজ, নারী কাউন্সিল জুলেখা ও মমেনা বেগম, কাউন্সিল এন্তাজ আলী, কার্যসহকারী ওয়াহেদুজ্জামান বাবু ছাড়াও মাহাবুর রহমান প্রমুখ।
এব্যাপারে মেয়র ইমরুল হক বলেন, নগর উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় এই দু’টি রাস্তা পাঁকাকরণ করা হবে। তিনি আরও বলেন, ৬১ লাখ টাকা ব্যয়ে আকচা স্কুল থেকে বানিয়াপাড়া পর্যন্ত ১ হাজার ৩৫০ মিটার ও ৪১ লাখ টাকা ব্যয়ে বিশ্বজিতের বাড়ি হতে বড়শো মসজিদ পর্যন্ত ৫০০ মিটার রাস্তা নির্মাণ করা হবে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আকচা উচ্চ বিদ্যালয়ের আরবী শিক্ষক আবু সাইদ। তা/অ