শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:৪২ am
বিনোদন ডেস্ক :
ঢালিউড ইন্ডাস্ট্রিতে বিভাজন ইস্যুর অভাব নেই। সংগঠন ভিত্তিক বিভাজন থেকে শুরু করে ব্যক্তিগত দ্বন্দ্ব, নানান প্রসঙ্গেই বিভক্ত হয়ে থাকেন তারা। এর মধ্যে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে হিন্দি সিনেমা আমদানি প্রসঙ্গ। খুব স্বাভাবিকভাবে এই ইস্যুতেও দুটি পক্ষ দৃশ্যমান। একপক্ষ চাইছেন আমদানি করতে, আরেক পক্ষের কড়া বিরোধিতা।
হিন্দি ছবি আমদানির বিরুদ্ধে সম্প্রতি যে’কজন কথা বলেছেন, তাদের অন্যতম মনোয়ার হোসেন ডিপজল। তিনি একাধিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। এমনকি তার বিরোধিতার খবর পৌঁছে গেছে বলিউড অব্দি! সেখানকার গণমাধ্যমেও তার নাম উঠে এসেছে।
এদিকে শনিবার (২৫ ফেব্রুয়ারি) চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলনমেলায় আবারও হিন্দি ছবি আমদানির বিরুদ্ধে মন্তব্য করেছেন ডিপজল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ভাষার মাসে কেন হিন্দি সিনেমা আসবে? আমাদের নিজেদেরই সমাধানের চেষ্টা করতে হবে। গেলো ঈদের সিনেমা দিয়ে তো প্রেক্ষাগৃহে দর্শক ফিরেছিল। দর্শকদের জন্য ভালো গল্প উপহার দিতে হবে, তাহলেই তারা হলমুখী হবেন। হিন্দি সিনেমা কোনও সমাধান নয়। ভাষার মাসে হিন্দি সিনেমা আসার প্রশ্নই আসে না।’
সম্প্রতি শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ আমদানির উদ্যোগ নিয়েছেন নির্মাতা-প্রযোজক অনন্য মামুন। সেই সূত্রেই জোরালো হয়েছে পুরনো ইস্যুটি। যদিও এখনও মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমতি আসেনি। তবে ইন্ডাস্ট্রিতে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে হরদম।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেছেন, হিন্দি ছবি আমদানি করলে সেটার লাভের ১০ শতাংশ তার সমিতিকে দিতে হবে। এই প্রসঙ্গে ডিপজল বলেন, ‘হিন্দি সিনেমার কাছে শিল্পী সমিতির কমিশন দাবি বেআইনি। এটা মুনাফিকের কাজ। পারলে কিছু করে দেখাক। তারা কেন হিন্দি সিনেমার কাছে লভাংশ দাবি করবে? তারা যদি শিল্পীদের কল্যাণে কাজ করতে চায় অন্য ভাবে করুক। কমিশন নিয়ে কেন করবে?’
সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে এ অভিনেতা-প্রযোজক বলেছেন, ‘আগে যখন চলচ্চিত্রে অস্থিরতা ছিলো, তখন তো আমরাই উত্তরণ করেছিলাম। সেভাবেই করতে হবে। হিন্দি সিনেমা সমাধান নয়। এ ধরনের চিন্তা না আনাই মঙ্গল। আমি বিশ্বাস করি, আমাদের সিনেমা নতুন করে আবারো ঘুরে দাঁড়াবে। বাঙালি হিন্দি নয়, বাংলা সিনেমা দেখতে চায়।’
পরিচালক সমিতির পারিবারিক মিলনমেলায় নায়ক-নায়িকারা :
উল্লেখ্য, গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে আয়োজিত পরিচালক সমিতির পারিবারিক মিলনমেলায় পরিচালকদের সঙ্গে প্রযোজক, নায়ক-নায়িকাসহ সিনেমা অঙ্গনের অনেকেই অংশ নিয়েছেন। সূত্র : বাংলাট্রিবিউন