মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৪:২৯ am
সাইদ সাজু :
স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক স্লোগান নিয়ে সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে তানোর উপজেলা সদরের ক্যাম্পাস চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচলা সভা শেষে প্রাণিসম্পদ প্রদর্শনী স্টলে ফিটা কেটে এ মেলার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানটি প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ও তানোর উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মেলার সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ ও তানোর থানার এসআই নিজাম উদ্দিন।
এসময় সভা পরিচালনায় ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত), ডা. মো. সুমন মিয়া। আর সভা উপস্থাপনায় ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মাহাবুবুল সরকার। সভায় সার্বিক সহযোগীয় ছিলেন- উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বার্স্থ্য) রমজান আলী ও প্রাণিসম্পদ মাঠ সহকারী মো. মামুনুর রশিদ।
মেলায় দেশি ও বিদেশি বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, ছাগল-ভেড়া, ঘোড়া, কবুতর, বিড়াল ও হাঁস-মুরগিসহ গৃহপালিত নানা ধরনের প্রাণির দেখা যায়। তবে, এই প্রদর্শনীর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে দেশের সবচেয়ে সুন্দর ও বড় সাইজের গরু-মহিষ, ছাগল-ভেড়ার র্যাম্প শো। প্রদর্শনী চত্বরে নানা রকম মাংস এবং দুগ্ধজাত পণ্য ও খাবারের স্টলসহ মোট ২৫টি স্টল ছিল। পরে বিচারক কমিটির মূল্যায়নের ভিত্তিতে ৩ ক্যাটাগরিতে প্রদর্শনী শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী খামারীদের পুরস্কার প্রদান করা হয়। তা/অ