শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০২:৩৫ am
ডেস্ক রির্পোট :
সিরাজগঞ্জের উল্লাপাড়ার শাহজাহানপুরে একটি বাঁশের ঝাড় থেকে আরাফাত হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে এই গ্রামের মতুর্জ হোসেনের ছেলে। আরাফাত একজন কৃতি ফুটবল খেলোয়াড় ছিলেন।
আরাফাতের বাবা মতুর্জ হোসেন অভিযোগ করে জানান, তার ছেলে কৃতি ফুটবলার হিসেবে চুক্তিতে টিমে খেলতেন। একই সঙ্গে সে ভাংড়ির ব্যবসা করতো। গত সোমবার রাতে শাহজাহানপুর বাজারে পালা গানের আসর বসে।
রাত ১০টার দিকে গ্রামের মৃত ছোরমান আলীর ছেলে বুদ্ধু নামের এক নেশাগ্রস্থ যুবক তাকে গানের অনুষ্ঠানে যাবার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আরাফাত রাতে আর বাড়ি ফেরেনি। রাতেই আরাফাতকে হত্যা করা হয় বলে তার পিতা জানান।
সকালে স্থানীয় লোকজন আরাফাতকে শাহজাহানপুর গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাঁশ ঝাড়ের একটি গাছের সাথে ফাঁসি নেওয়ার মতো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারের লোকজনকে খবর দেয়।
বিষয়টি দ্রুত থানা পুলিশকে জানানো হলে মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে এ মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে তার পরিবার।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা সঠিকভাবে বলা সম্ভব নয়। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে পুলিশ। সূত্র : পদ্মাটাইমস