শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৫:০৫ am

সংবাদ শিরোনাম ::
তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪ রাজনীতি ও নির্বাচন থেকে আ.লীগকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ অর্ন্তবর্তী সরকারকে নিরপেক্ষ না হওয়ার আহ্বান বিএনপি নেতাদের তানোরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সাম্প্রতিক সময়ে অটোরিকশা বন্ধের দাবিতে সচেতন নাগরকবাসী
স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই আফগান ব্যাটসম্যানের নাম

স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই আফগান ব্যাটসম্যানের নাম

ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে হাসমতউল্লাহর নাম। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টের অভিজাত ফরম্যাটে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই তারকা ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় খেলায় প্রথম ইনিংসে হাসমতউল্লাহ শহীদির ২০০ এবং অধিনায়ক আসগর আফগানের ১৬৪ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ৫৪৫ রান করে ইনিংস ঘোষণা করে আফগানিস্তান।

বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হওয়া টেস্টে টস জিতে প্রথম দিনে আসগর আফগানের সেঞ্চুরিতে ৩ উকেটে ৩০৭ রান করে আফগানিস্তান। ১০৬ ও ৮৬ রানে অপরাজিত থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক আসগর আফগান ও হাসমতউল্লাহ।

ক্যারিয়ারের প্রথম এবং আফগানিস্তানের হয়ে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয়া আসগর আফগান ফেরেন ১৪টি চার ও দুটি ছক্কায় ১৬৪ রান করে। তার আগে হাসমতউল্লাহর সঙ্গে চতুর্থ উইকেটে ৩০৭ রানের জুটির রেকর্ড গড়েন তিনি।

আসগর আফগান যখন ১২১ রানে ব্যাট করছিলেন তখনই দেশের হয়ে টেস্টে তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন হসমতউল্লাহ। ২৭৬ বলে সেঞ্চুরি তুলে নেয়া হাসমতউল্লাহ পরের একশ’ করতে খেলেন ১৬৭ বল। আফগানিস্তানের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়েন ২৬ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান।

১৬০.৪ ওভারে হাসমতউল্লাহ ডাবল সেঞ্চুরি করার পরই ইনিংস ঘোষণা করে আফগানিস্তান। বৃহস্পতিবার দিনের একেবারে শেষ মুহূর্তে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান করে জিম্বাবুয়ে।

৪৯৫ রানে পিছিয়ে থেকে শুক্রবার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে এদিন স্কোর বোর্ডে আরও ৪১ যোগ কেরে উদ্বোধনীতে ৯১ রানের ‍জুটি গড়ে ফেরেন কেভিন কাসুজা (৪১)।  এরপর ৫৪ রানের ব্যবধানে জিম্বাবুয়ে হারায় ৩ উইকেট।  ওপেনার প্রিন্স মাসাভুরা ৬৫ রান করে আউট হন। অধিনায়ক শেন উইলিয়ামসন ফেরেন ৮ রানে। ওয়েসলি মাধাভেরা গোল্ডেন ডাক পান। ৫ উইকেটে ১৮৬ রান করা জিম্বাবুয়ে এরপর ৯ রানের ব্যবধানে হারায় ২ উইকেট।  তারিসাই মুসাকান্দা ৪১ রান করলেও রানের খাতা খোলার সুযোগ পাননি রায়ান বুল।

ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে একাই প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সিকান্দার রাজা। দলীয় ২৪২ ও ২৫১ রানে ফেরেন ক্রিস চাকাভা (৩৩) ও ডোনাল্ড ত্রিপানো। তৃতীয় দিনের খেলা শেষ হতে এখনো ১৬ ওভার বাকি। জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেটে ২৮১ রান। ৭৯ রানে ব্যাট করছেন সিকান্দার রাজা। সূত্র : যুগান্তর। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.