শুক্রবার, ২০ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:৫৬ am

সংবাদ শিরোনাম ::
ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক
সিলেটকে উড়িয়ে দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চতুর্থ শিরোপা

সিলেটকে উড়িয়ে দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চতুর্থ শিরোপা

ক্রীড়া ডেস্ক : শেষ ২৪ বলে ৫২ রান প্রয়োজন ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। কিন্তু আগের তিন ওভারে দারুণ বোলিং করা রুবেল হোসেন নিজের শেষ ওভারে দিলেন ২৩। আর তাতেই ম্যাচ ঘুরে গেলো কুমিল্লার দিকে। ১৮ বলে বাকি ২৯ রান অনায়াসেই তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটন দাসের পর জনসন চার্লসের ঝড়ো ব্যাটিংয়ে ৪ বল আগে ৩ উইকেট হারিয়ে শিরোপার আনন্দে মাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আগের চারবার ফাইনাল খেলে সবকটির শিরোপা জিতেছিল মাশরাফি বিন মর্তুজা। সিলেটের অধিনায়কের মতো ইমরুল ও কোচ মোহাম্মদ সালাউদ্দিনও সবকটি ফাইনাল খেলে শিরোপা জিতেছেন। ইমরুল-সালাউদ্দিনের রেকর্ড অক্ষুণ্ণ থাকলেও এই রেকর্ডে ছেদ পড়লো মাশরাফির। রুবেল হোসেন তার শেষ ওভারে ২৩ রান দিয়েছেন, ওই রানের খেসারত দিলো সিলেট স্ট্রাইকার্স।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিলেটের দেওয়া ১৭৬ রানে খেলতে নেমে ২৭ রানে ওপেনার সুনিল নারিন (১০) সাজঘরে ফেরেন। ইমরুল কায়েসও (২) বেশিক্ষণ ঠিকতে পারেননি। তবে তৃতীয় উইকেট লিটন দাস ও জনসন চার্লস প্রতিশোধ গড়েন। ৫৭ বলে ৭০ রানে জুটি গড়ার পর আউট হন লিটন। রুবেল হোসেনের বলে বাউন্ডারি লাইনে শান্তর দুর্দান্ত ক্যাচে আউট হন লিটন। তার আগে ৩৯ বলে ৭ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ডানহাতি ব্যাটার।

লিটন আউটের পর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকখানি নিয়ে ফেলে সিলেট স্ট্রাইকার্স। কিন্তু রুবেল হোসেনের করা ১৭তম ওভারেই ম্যাচ বেরিয়ে যান সিলেটের মুঠো থেকে। আগের তিন ওভারে ১৬ রান দেওয়া রুবেল শেষ ওভারে দিলেন ২৩। ফলাফল ৪ বল আগেই ম্যাচ হার। রুবেলের ওই ওভার শেষে কুমিল্লার শিরোপার জন্য শেষ ১৮ বলে প্রয়োজন হয় ২৯ রানের। লুক উডের ১৯তম ওভারে চার্লস দুই ছক্কা ও এক চারের ঝড় তোলেন। তাতে করে শেষ ওভার হয় কেবল নিয়ম রক্ষার। ৪ বল আগেই ইমরুলরা চতুর্থবারের মতো শিরোপা জেতেন।   চার্লস ৫২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। অন্যদিকে মঈন আলী ১৭ বলে ২৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। চতুর্থ উইকেট এই দুইজন ৪০ বলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

তিন উইকেটের মধ্যে রুবেল দুটি এবং জর্জ লিন্ডে নিয়েছেন একটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেট স্ট্রাইকার্সের। দ্বিতীয় ওভারের প্রথম বলেই তানভীর ইসলামের বলে বোল্ড হন তৌহিদ হৃদয় (০)। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচে আগে ভাগে ব্যাটিংয়ে নামেন মাশরাফি। কিন্তু আজ সফল হননি। ৪ বলে ১ রান করে ফেরেন সিলেটের অধিনায়ক। ২৬ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম মিলে ৫৬ বলে ৭৯ রানের জুটি গড়েন। এই জুটির উপর ভর করে বড় সংগ্রহের ভীত পেয়ে যায় প্রথমবার ফাইনাল খেলা সিলেট।

কিন্তু ৪৫ বলে ৬৪ রান করে শান্ত আউট হতেই ফের ছন্দপতন ঘটে সিলেটের। রায়ান বার্ল (১৩), থিসারা পেরেরা (০) ও জর্জ লিন্ডে (৯) রানে আউট হওয়ার পর দুইশো পেরুনোর সম্ভবনা শেষ হয়ে যায়। তবে এক প্রান্তে আগলে রেখে দারুণ ব্যাটিং করা মুশফিকের দৃঢ়তায় সিলেট ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করতে পারে। ৪৮ বলে ৫ চার ও ৩ ছক্কায়৭৪ রানে অপরাজিত থাকেন মুশফিক। তার আগে শান্তও ৬৩ রানের ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০ রান করার কৃতিত্ব দেখান। ৪৫ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন শান্ত।

কুমিল্লার হয়ে মোস্তাফিজুর রহমান ৩১ রানে নেন দুটি উইকেট। মঈন আলী, সুনীল নারিন, তানভীর ইসলাম ও আন্দ্রে রাসেল একটি করে উইকেট নিয়েছেন। সূত্র : বাংলাট্রিবিউন

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.