বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৩২ pm
নিজস্ব প্রতিবেদক :
দেশ দূর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজ মাঠে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়ন ও কারিগরী সহায়তায় মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এবং রাজশাহী জেলা পুলিশের আয়োজনে ‘পুলিশ এনগেজমেন্ট এ্যাপ্রোচ ফর কাউন্টারিং এক্সট্রিমিজম (পিস)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী এক যুবমেলা অনুষ্ঠানে প্রধান অতিথিরে বক্তব্যে এসব কথা বলেন রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার)।
এতে জেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি যুবক্লাবের ৫০০ জন যুব এ মেলায় অংশগ্রহণ করেন।
জেলা পুলিশ সুপার মহোদয় বলেন, আমার বিশ্বাস যুবরা বিভিন্ন সেশনে অংশগ্রহণ করে কুইজ ও ছবি তোলা প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে সহিংস উগ্রবাদ প্রতিহতকরণে পর্যাপ্ত ধারণা পেয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দি এশিয়া ফাউন্ডেশনের কান্টি রিপ্রেজেন্টেটিভ জনাব কাজী ফয়সাল বিন সিরাজ, অধ্যক্ষ বানেশ্বর সরকারি কলেজ এস এমন একরামুল হক, ডিরেক্টর প্রোগ্রাম ইমপ্রমিন্টেশন দি এশিয়া ফাউন্ডেশন জুনায়েদ জামাল ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আসরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইফতেখায়ের আলম ও অতিরিক্ত পুলিশ সুপার, (পুঠিয়া সার্কেল) রাজিবুল হাসান, সহকারী পুলিশ কমিশনার ( আরএমপি ট্রাফিক) শারমিন আকতার চুমকি, মানব কল্যাণ পরিষদ এমকেপি ডিরেক্টর ফাইন্যান্স এন্ড এ্ডমিন নরেস চন্দ্র সরকার এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার জয়নাল আবেদীন ও সফিউল আওয়াল রাজশাহী ।
এতে উপস্থিত ছিলেন, বিভিন্ন থানার পুলিশ পরিদর্শক, মানব কল্যাণ পরিষদের কর্মসূচি সমন্বয়কারী বশির আহম্মেদ, প্রজেক্ট অফিসার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থী ও ক্লাব সদস্যবৃন্দ। রা/অ