শুক্রবার, ২০ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৪:০৯ am

সংবাদ শিরোনাম ::
ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক
বিপিএলে ১০ লাখ টাকা পুরস্কার কে পাবেন?

বিপিএলে ১০ লাখ টাকা পুরস্কার কে পাবেন?

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে আছেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় ও নাসির হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরে অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল। আসরের পয়েন্ট টেবিলের সেরা দল সিলেট সিক্সার্সকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি রংপুর রাইডার্স বনাম সিলেট। এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে কুমিল্লার বিপক্ষে খেলবে।

ফাইনাল শেষে ব্যাটে-বলের নৈপুণ্যে সাকিব-শান্ত-হৃদয়-নাসিরের মধ্যে যে এগিয়ে থাকবেন টুর্নামেন্ট সেরা হিসেবে সে পাবেন ১০ লাখ টাকা পুরস্কার। সঙ্গে থাকছে আকর্ষণীয় ট্রফিও।

বিপিএলের প্রথম দুই আসরে গাড়ি পুরস্কার দেওয়ার পর এবার টুর্নামেন্ট সেরাকে আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

বিপিএলের গত আট আসরের মধ্যে চারবার টুর্নামেন্ট সেরা হয়েছেন সাকিব আল হাসান। এবারও টুর্নামেন্ট সেরার দৌড়ে আছেন ফরচুন বরিশালের এই অলরাউন্ডার। তার দল এলিমিনেটর ম্যাচে হেরে বিদায় নিলেও সাকিব টিকে আছেন টুর্নামেন্ট সেরার পুরস্কারের লড়াইয়ে। তিনি ১১ ইনিংসে ব্যাট হাতে ৩৭৫ রান করার পাশাপাশ বল হাতে শিকার করেছেন ১০ উইকেট।

টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে সাকিবের সঙ্গে আছেন সিলেট স্ট্রাইকার্সের নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। আছেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেনও।

১৪ ইনিংসে ৪৫২ রান করা শান্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক। রান সংগ্রহে দ্বিতীয় পজিশনে আছেন শান্তর সতীর্থ তৌহিদ হৃদয়। তিনি ১২ ইনিংসে ৪০৩ রান করেছেন। চার নম্বর পজিশনে আছেন নাসির হোসেন। ঢাকার এই অধিনায়ক ১২ ইনিংসে ব্যাট হাতে ৩৬৬ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১৬ উইকেট। সূত্র : যুগান্তর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.