রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪২ am

সংবাদ শিরোনাম ::
বদলে যাচ্ছে পুলিশ, স্থায়ী রূপ পাচ্ছে ‘পুলিশ কমিশন’ হাসিনার কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেফতার দেশের ক্রিকেট, ব্যর্থ বোর্ডের ব্যর্থ দল : লেখক, গুঞ্জন রহমান জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে : তারেক জিয়া নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা তানোরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব সম্পাদক হাবিব নির্বাচিত নাচোলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নগরীতে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার নাচোলে কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের দাবি স্বজনদের রাজধানীতে কঠোর অভিযানের পরও বেপরোয়া অপরাধীরা মেঘনা নদীর পারে মানুষ বিক্রিতে ওরা কোটিপতি নির্বাচিত সংসদ ছাড়া করা যায় না সংবিধান পরিবর্তন : গয়েশ্বর সকল ধর্মের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই : সেনাপ্রধান কৃষক-বিজ্ঞানী সম্মেলনে মালয়েশিয়ায় স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে : আসিফ নজরুল দুর্গাপুরে ‘অরবিট কোচিং’ সেন্টারে এসএসসি প্রস্তুতি ক্লাসের উদ্বোধন কীর্তিমান আব্দুর রাজ্জাকের বীরত্ব আজও মনে পড়ে মুক্তিযোদ্ধাদের জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল রাজশাহীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার
গোদাগাড়ীতে ইউএনও’র বিরুদ্ধে পুকুর ইজারায় দূর্নীতির অভিযোগ

গোদাগাড়ীতে ইউএনও’র বিরুদ্ধে পুকুর ইজারায় দূর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলমের বিরুদ্দে এবার দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে দুটি পুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জলমহালের বিজ্ঞপ্তি তালিকায় প্রকাশ না করে পদ্মা মৎস্যজীবি সমিতির নামে গোপনে পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত খাদিম ও আওয়ামী লীগ নেতা নজরুলের নামে দলিল সম্পাদক করে দিয়েছেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের এমন দুর্নীতির তদন্ত চেয়ে গত ১২ ফেব্রুয়ারী রাজশাহী জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন উপজেলার রাজাবাড়ী হাট এলাকার মো. ইমরান।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গোদাগাড়ী উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাংলা ১৪২৯- ১৪৩১ সন মেয়াদে ইজারা প্রদানের জন্য গত ২ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখ ০৫.৪৩.৮১৩৪.০০০, ১১,০০৪.২২- ৭০/১ নং স্মারকমূলে বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং গত ১মার্চ ২০২২ ইং তারিখ ১৪৩৩ টি পুকুরের ইজারাযোগ্য তালিকা প্রকাশ করেন ও গত ১৭ই মে ২০২২ ইং তারিখে অনুষ্ঠিত জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় ৪৬ টি পুকুর অনুমোদনের সিদ্ধান্ত হলে গত ১৮ মে ২০২২ ইং তারিখ ৪৬টি খাস পুকুরের অনুমোদিত তালিকা প্রকাশ করেন।

ওই টেন্ডার কার্যক্রমের বিজ্ঞপ্তি, ইজারাযোগ্য প্রকাশিত তালিকা, রেজুলেশন ও অনুমোদিত তালিকায় গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জানে আলম এর স্বাক্ষর রয়েছে। টেন্ডার কার্যক্রম পর্যালোচনায় দেখা যায়, গত ০১ মার্চ ২০২২ ইং তারিখের ইজারাযোগ্য তালিকার ১৪৬ নং ক্রমিক নম্বরের পুকুর ২০৭ নং দূর্গাপুর মৌজার ৫৫ নং দাগের ০.৩৩ একর ও ৪৫৯ নং হইতে ৪৬২ ক্রমিক নম্বর পর্যন্ত ২৫৯ নং মাছমারা মৌজার ৪ টি পুকুর রয়েছে যাহার দাগ নং- ২০, ৪২৩, ২১৯ ও ১৪৫, পরিমাণ- ১.০৮, ০.৪৭, ০.৭৩ ও ০.১০ একর। গত ১ মে ২০২২ ইং তারিখের অনুমোদিত ৪৬ টি খাস পুকুরের তালিকায় দেখা যায়, ৯ নং ক্রমিকের পুকুর ২০৭ নং দূর্গাপুর মৌজার ৬২ নং দাগের ৩.৯৩ একর ও ৩১ নং ক্রমিকে ২৫৯ নং মাছমারা মৌজার ১৩৬ নং দাগের ০.৯৬ একর পুকুর অনুমোদন রয়েছে। কিন্তু ইজারাযোগ্য খাস পুকুরের প্রকাশিত তালিকায় উল্লেখিত পুকুরের তফসিলই ঘোষণা হয়নি।

এতে প্রতীয়মান হয় যে, উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলম মোটা অংকের ঘুষের বিনিময়ে অতি চালাকির সঙ্গে তালিকাবিহীন পুকুরটি অনুমোদন দেখিয়ে পরবর্তীতে চুক্তিনামা সম্পাদন করে দেন।

গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নিজে অর্থ জমাকারী হিসেবে মৎস্যচাষীর নিকট হতে টাকা আদায় করে গত ২২ আগস্ট ২০২২ ইং তারিখের ২৩ নং চালানের মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেড, গোদাগাড়ী শাখায় ২০৭ নং দূর্গাপুর মৌজার ৬২ নং দাগের ৩.৯৩ একর পুকুরের বাংলা ১৪২৯ সনের জন্য খাস আদায়ের অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয় এবং একই খাস পুকুরসহ ২টি পুকুর উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলম অনিয়ম করে বাংলা ১৪২৯-১৪৩১ সনের চুক্তিনামা দলিল সম্পাদন করে দেন। যা সম্পূর্ণরূপে নিয়ম বহির্ভূত ।

এমন দুর্নীতির তদন্ত করে উপজেলা নির্বাহী অফিসার মো.জানে আলমের অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এসব অভিযোগর অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনার , রাজশাহী দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছেও পাঠানো হয়েছে।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফোনে এভাবে কিছু বলা যাবে না। পুকুর ইজারা দেওয়ার ক্ষেত্রে এ ধরনের কোনো সুযোগ নেই। পরিপূর্ণ একটা কমিটি আছে তাদের অনুমোদনের পরই পুকুর ইজারা দেওয়া হয়। আর বিজ্ঞপ্তির বাহিরে আমরা কোনো পুকুর ইজারা দেই না।

এর আগে এই ইউএনওর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান, ওয়াকাফ এস্টেরের মাটিতে ঘর নির্মান, পুকুর ভারাট করায় পরিবেশ আদালতে মামলাসহ নানান অভিযোগ আছে তার বিরুদ্ধে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.