মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৪৫ am
এম এম মামুন :
বিনা টিকিটে রেল ভ্রমণের অপরাধে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ৭১ জন যাত্রীকে ২২ হাজার ৮৮০ টাকা জরিমানা আদায় করেছে রেল কর্তৃপক্ষ। রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে এ অভিযান চালানো হয়।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এ অভিযানের নেতৃত্ব দেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানের বর্ণনা দিয়ে তিনি বলেন, ট্রেনে তেমন ভিড় ছিল না। বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত আসন বিহীন ও টিকেট বিহীন যাত্রী দৃশ্যমান। এদিন ট্রেনে সর্বমোট ৭১ জন টিকেট বিহীন যাত্রী শনাক্ত করা হয়েছে।
তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ মোট ২২ হাজার ৮৮০ টাকা আদায় করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান রেল কর্মকর্তা। রা/অ