শনিবর, ২৭ জলাই ২০২৪, সময় : ০৯:১৪ am

সংবাদ শিরোনাম ::
কোটা সংস্কার সহিংসতায় গুলিবিদ্ধ আরও দুই শিক্ষার্থীর মৃত্যু নগরীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ৫ হতাহতের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা প্রধানমন্ত্রীর নাচোলে শিক্ষক সমিতির নির্বাচনে আজিজুর সভাপতি ও আবু সায়েম সম্পাদক সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে সাবেক ডাকসু নেতা আখতার আটক রাজধানীতে রীরমুক্তিযোদ্ধা সমাবেশ বৃহস্পতিবার গাজায় ইসরাইল বাহিনীর হামলায় নিহত ৫০ রাবি অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা, দুপুর ১২টায় হল ত্যাগের নির্দেশ অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা সরকারি চাকরিতে কোটা আন্দোলন : সারাদেশে সংঘর্ষ, নিহত ৫ বিভাগীয় পর্যায়ে রাজশাহীতে সংবর্ধিত হলেন পাঁচ শ্রেষ্ঠ জয়িতা নাচোল উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা ছাগলের পিপিআর ভ্যাকসিন ক্রয়ে ৩০ কোটি টাকা লোপাট কোটাবিরোধী আন্দোলকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৮০ বাগমারায় এনজিকর্মীর আপত্তিকর ভিডিও ধারণে ৩ জন গ্রেফতার আরইউজের সদস্য হতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান ছাত্রলীগের তিন নেতার পদত্যাগ, ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ নাচোলে সাবেক প্রেসিডেন্ট এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোটা বিরোধী আন্দোলনে রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
মুন্সিগঞ্জ থেকে অপহৃত শিশু গাজীপুরে উদ্ধার

মুন্সিগঞ্জ থেকে অপহৃত শিশু গাজীপুরে উদ্ধার

সানাউল্লাহ স্বপন, গাজীপুর :

মুন্সিগঞ্জ থেকে অপহৃত এক শিশুকে গাজীপুর সিটি করপোরেশনের ভাওরাইদ এলাকা হতে উদ্ধার করেছে র‌্যাব-১-এর সদস্যরা। বৃহস্পতিবার (১১ মার্চ) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে ওই শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার শিশু মো. আহাম্মদ উল্লাহ (১২) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার পাথরঘাটা এলাকার মো. মকবুল হোসেনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত বছরের ৬ ডিসেম্বর বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার পাথরঘাটা এলাকা থেকে ভুক্তভোগী আহাম্মদ উল্লাহ ব্যাডমিন্টন খেলে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়। পরে ভুক্তভোগীর পরিবার সম্ভাব্য সব স্থানে খুঁজে না পেয়ে সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অপহরণকারীরা মোবাইল ফোনে ভুক্তভোগীর পরিবারকে অপহরণের বিষয়টি জানায় এবং মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে। অন্যথায় ওই শিশুকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়।

খোঁজাখোঁজির এক পর্যায়ে মুন্সিগঞ্জের ভাগ্যকুলের শ্রীনগরে র‌্যাব-১১-এর কাছে অপহৃত শিশুর মুক্তির জন্য আইনগত সাহায্য কামনা করে তার পরিবার। পরে র‌্যাব-১১-এর একটি অভিযানিক দল অপহরণকারীদের গ্রেফতারে সব ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে র‌্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভাওরাইদ এলাকার স্থানীয় মোহাম্মদ আলীর বাড়ীর পশ্চিম পার্শ্বে অভিযান চালায়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী ওই শিশুকে অজ্ঞান অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয় র‌্যাব।

জানা যায়, উদ্ধার শিশুকে জিজ্ঞাসাবাদ করার পর সে জানায় যে, সে মাঠে খেলছিল। সে সময় তার মামাতো ভাই সেলিম তাকে ডেকে নিয়ে গাড়িতে তুলে অজ্ঞান করে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে দীর্ঘ আড়াই মাস এক পোশাকে বন্দি করে রাখে। ভুক্তভোগী আহাম্মদ উল্লাহকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া অপহরণকারী চক্রকে গ্রেফতারে র‌্যারেব অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকের তানোর

 

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.