মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৪৭ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
দেশ ব্যাপি বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচী অনুযায়ী রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহোযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ইউনিয়নের মাদারিপুর বাজারে শান্তিপূর্ণ সভা ও রালি বের করেন বলে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী মিঞা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন আলী প্রাং, সাবেক যুবলীগ নেতা ও ওয়ার্ড মেম্বার আনিরুল ইসলামসহ আওয়ামী লীগের প্রবীন নেতা ও যুবলীগ, ছাত্রলীগ, সৈনিকলীগ, কৃষক লীগের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রতি জনগনের আস্থা রয়েছে। বর্তমান সরকারের টেকসই উন্নয়ন মুলক কাজে জামায়াত বিএনপি ঈর্ষা পরায়ন হয়ে দেশে নৈরাজ্য প্রতিষ্ঠা করছে। বিএনপি জামায়াতের সন্ত্রাসি কর্মকান্ডের ফলে জনগন তাদের বয়কট করেছে। বিএনপি জামায়াতের ডাকা কোনো কর্মসূচীতে জনগন সাড়া দেয়নি, কারণন জনগন শান্তি চায়।
এদিকে, বিএনপির ডাকা গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে তানোরের কিছু জায়গাতে পদযাত্রা করেছে বিএনপি নেতারা।
অপরদিকে, আওয়ামী লীগের শান্তি সভা ও বিএনপির পদযাত্রায় যেনো কোনো অপৃতিকর ঘটনা না ঘটে তার জন্য তানোর থানা জুড়ে নেয়া হয় ব্যাপক পুলিশি নিরাপত্তা। রা/অ